শুরুতেই ফিরলেন ওপেনার তানজিদ

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪ ওভারে ১৭/১ (শান্ত ১৩*, লিটন ২*; তানজিম ০)

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। বরাবরের মতো ব্যর্থ ওপেনার তানজিদ তামিম। মিচেল স্টার্কের ফুলার লেংথের গতিময় বলে বোল্ড হয়েছেন ওপেনার। তাতে রানের খাতা না খুলেই ফিরেছেন তানজিদ।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট মিশন শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। শুরুতে অবশ্য বৃষ্টি হানা দিয়েছে। তাতে অ্যান্টিগায় টসটাও হয়েছে একটু দেরিতে। বৃষ্টি যদিও অতটা জোরালো ছিল না। বৃষ্টি থামলে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মিচেল মার্শের দল।  বৃষ্টিতে টস হতে দেরি হলেও ম্যাচ যথা সময়ে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হচ্ছে।

নাজমুল হোসেন শান্তদের সুপার এইট মিশন শুরুর আগে আলোচনায় মিরপুরের সেই স্মৃতি। ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল ম্যাথু ওয়েডের দল। ওই চারটি জয়ই বাংলাদেশের সুখস্মৃতি। এর আগে-পরে মিলিয়ে আরও ৫টি ম্যাচ খেললেও সবগুলোতে হেরেছে বাংলাদেশ। উইকেট দেখে মিচেল মার্শ বলেছেন, তার কাছে সেটা স্বাভাবিক উইকেটই মনে হয়েছে। তেমন কোনও পরিবর্তন হয়তো হবে না।

একাদশে কারা

বাংলাদেশ একটি পরিবর্তন এনেছে। জাকের আলীর জায়গায় স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান একাদশে ঢুকেছেন। অজি দলেও পরিবর্তন দুটি। ফিরেছেন পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। বাদ পড়েছেন অ্যাশটন অ্যাগার ও নাথান এলিস।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।