Bagda By Election: বিজেপির পতাকা হাতে মিছিল করে মনোনয়ন জমা দিলেন বাগদার নির্দল প্রার্থী

বিজেপির দলীয় পতাকা নিয়ে মনোনয়ন জমা দিলেন বাগদা বিধানসভা উপনির্বাচনের নির্দল প্রার্থী (পড়ুন বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী) সত্যজিৎ মজুমদার। মনোনয়ন জমা দিয়ে বিজেপি এবং সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপড়ে দিলেন প্রার্থী। সত্যজিৎবাবু মনোনয়ন জমা দেওয়ায় বেজায় অস্বস্তিতে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। বৃহস্পতিবারই হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি বলেছিলেন, নির্দল হয়ে কেউ মনোনয়ন জমা দেবে না।আগামী ১০ জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ। এই উপনির্বাচনের ইতিমধ্যেই শাসক দলসহ বিজেপি ,কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার বনগাঁ মহকুমা শাসকের করনে মনোনয়ন জমা দিলেন বিক্ষুব্ধ বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার। সত্যজিৎবাবু পেশায় স্কুল শিক্ষক, বাগদার স্থানীয় বাসিন্দা।

আরও পড়ুন – রাজভবনের বদলে মমতা বা অভিষেকের বাড়ির সামনে ধরনার প্রস্তাব দিতে পারেন শুভেন্দু

পড়তে থাকুন – মন্দির অপবিত্র করার অভিযোগ, SDPO অফিসের গেট ভেঙে ভিতরে ঢুকল বিশ্ব হিন্দু পরিষদ

নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে আসার সময় কর্মীদের মিছিলে দেখা গেল এক অন্য ছবি। প্রার্থীর গলায় গেরুয়া উত্তরীয় এবং প্রার্থীর সঙ্গে উপস্থিত কর্মীদের হাতে বিজেপির পতাকা, মুখে জয় শ্রীরাম স্লোগান। মিছিল দেখে বোঝার উপায় নেই মনোনয়ন জমা দিতে এসেছেন নির্দল প্রার্থী।

সত্যজিৎবাবুর মনোনয়ন পেশ নিয়ে দেবদাস মণ্ডল বলেন, ‘নির্দল প্রার্থী হিসাবে যে কেউ মনোনয়ন জমা দিতে পারেন। তবে দলের পতাকা ব্যবহারের অধিকার তার নেই। আমরা এব্যাপারে আইনি পদক্ষেপ করব।’

আরও পড়ুন – মানসিক নির্যাতন চালান, লোকো পাইলটদের মানুষ বলে মনে করেন না রেলের আধিকারিকরা, দাবি মালগাড়ির আহত সহকারী চালকের পরিবারের

বিক্ষুব্ধ বিজেপি নেতাদের দাবি, প্রতিবার বহিরাগত প্রার্থীকে বাগদাবাসীর ওপর চাপিয়ে দেয় বিজেপি। গত বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করা হয়েছিল। ভোটের ফল প্রকাশের কয়েক মাসের মধ্যে তিনি তৃণমূলে যোগদান করেছিলেন। এবার বিনয় বিশ্বাসকে সেখানে প্রার্থী করেছে গেরুয়া শিবির। কিন্তু বিজেপির একাংশের দাবি, তাঁর সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। শান্তনু ঠাকুরের ইচ্ছায় বহিরাগতকে সেখানে প্রার্থী করা হয়েছে। যদিও বিজেপির দাবি, বিনয়বাবু বাগদা বিধানসভা এলাকারই বাসিন্দা।