England vs South Africa: একেই বলে টক্কর, নিজের দ্বিতীয় ওভারেই ডি কককে তুলে নিলেন আর্চার

<p>ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ফিল সল্ট। <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> তারকা <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের ফর্মই ধরে রেখেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আজকের ম্য়াচেও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাটলার বাহিনী। এছাড়াও ফর্মে ফিরছেন জনি বেয়ারস্টো। যদিও দক্ষিণ আফ্রিকা গত পাঁচ ম্য়াচ ধরে অপরাজিত। সেখানে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে চলতি টুর্নামেন্টে। তবে আজকের ম্য়াচে ইংল্যান্ডই কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে।</p>
<p>টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ছয়বারের সাক্ষাতে কিন্তু ইতিহাস বলছে পাল্লা ভারী প্রোটিয়াদের। এখনও পর্যন্ত চারবার জিতেছে মারক্রামের দল। ২ বার জিতেছে বাটলার বাহিনী। এদিনের ম্য়াচে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।</p>
<p>দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং লাইন আপে প্রধান ভরসা কুইন্টন ডি কক ও হেনরিচ ক্লাসেন। ২ জনের ব্যাট চললে কিন্তু প্রতিপক্ষ দলের বোলারদের কপালে দুঃখ আছে। অন্য়দিকে এইডেন মারক্রামের ব্যাটও ভরসা জোগাবে দলকে। তবে আর্চার, টোপলি, জর্ডন, রাশিদদের সামনে কতটা প্রতিরোধ গড় তুলতে পারবে প্রোটিয়া ব্যাটিং বিভাগ তা নিয়ে প্রশ্ন উঠবেই।</p>