England vs South Africa t20 world cup 2024 match 45 preview when and where to watch live

সেন্ট লুসিয়া: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে আজ হাইভোল্টেজ মহারণ। মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা (England vs South Africa)। সুপার এইটে নিজেদের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল দুই দলই। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল এইডেন মারক্রামের (Aiden Markram) দল। অন্যদিকে ইংল্য়ান্ড (England Cricket Team) হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ রান রেটের বিচারে ইংল্যান্ড এক নম্বরে রয়েছে। 

কাদের ম্যাচ?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের মহারণে আজ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড

কবে খেলা?

ম্যাচটি হবে ২১ জুন, শুক্রবার

কখন শুরু ম্যাচ?

ভারতীয় সময় শুক্রবার রাত ৮ টা থেকে ম্য়াচ

কোথায় ম্যাচ?

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে ২ দল

টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?

ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 

অনলাইন স্ট্রিমিং

টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচটি। ডিজনি প্লাস হটস্টারে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ফিল সল্ট। কেকেআর তারকা আইপিএলের ফর্মই ধরে রেখেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আজকের ম্য়াচেও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাটলার বাহিনী। এছাড়াও ফর্মে ফিরছেন জনি বেয়ারস্টো। যদিও দক্ষিণ আফ্রিকা গত পাঁচ ম্য়াচ ধরে অপরাজিত। সেখানে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে চলতি টুর্নামেন্টে। তবে আজকের ম্য়াচে ইংল্যান্ডই কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ছয়বারের সাক্ষাতে কিন্তু ইতিহাস বলছে পাল্লা ভারী প্রোটিয়াদের। এখনও পর্যন্ত চারবার জিতেছে মারক্রামের দল। ২ বার জিতেছে বাটলার বাহিনী। এদিনের ম্য়াচে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং লাইন আপে প্রধান ভরসা কুইন্টন ডি কক ও হেনরিচ ক্লাসেন। ২ জনের ব্যাট চললে কিন্তু প্রতিপক্ষ দলের বোলারদের কপালে দুঃখ আছে। অন্য়দিকে এইডেন মারক্রামের ব্যাটও ভরসা জোগাবে দলকে। তবে আর্চার, টোপলি, জর্ডন, রাশিদদের সামনে কতটা প্রতিরোধ গড় তুলতে পারবে প্রোটিয়া ব্যাটিং বিভাগ তা নিয়ে প্রশ্ন উঠবেই। 

আরও দেখুন