Suvendu Adhikari: ক্ষমতার জোরে ইতিহাস বদলাতে পারবেন না মমতা, ‘পশ্চিমবঙ্গ দিবস’এ হুঁশিয়ারি শুভেন্দুর

রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস উজ্জাপন করে তৃণমূল সরকারকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে জনা কয়েক বিধায়ক ও বিজেপি নেতাকে নিয়ে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন তিনি। এর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে অনেক কিছু করতে পারেন। কিন্তু ১৯৪৭ সালের ২০ জুনের ইতিহাস বদলানো যায় না।

আরও পড়ুন – শিশুচুরির গুজবকে কেন্দ্র করে রণক্ষেত্র বারাসতের কাজিপাড়া, আক্রান্ত পুলিশও

পড়তে থাকুন – রাজভবনের সামনে অভিষেকের ধরনার অনুমতি দিয়ে অন্যায় করেছে পুলিশ, আদালতে মানল রাজ্য

 

শুভেন্দুবাবু বলেন, ‘গত বছরই দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি মহোদয়া ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। কোনও ভাবেই আজকের দিনটার ইতিহাস বদলে দেওয়া যায় না, ভবিষ্যতেও যাবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকে আমরা ভারতে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গের আইনসভার ১৯৪৭ সালের ২০ জুনের প্রামাণ্য দলিল সেই কথা বলছে। ফলে কোনও ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে অনেক কিছু করতে পারেন। যেমন জগনমোহন রেড্ডির ৫০০ কোটি টাকার বাংলো বেরিয়েছে। পশ্চিমবঙ্গেও ওরকম ১০০টা বাংলো রয়েছে। কিন্তু ১৯৪৭ সালের ২০ জুনের ইতিহাস বদলানো যায় না।’

শুভেন্দুবাবু বলেন, ‘আমরা সেনা ও রেলের অনুমতি নিয়ে আমরা কয়েকজন বিধায়ককে নিয়ে ছোট করে পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টাঙাবেন না। গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সেই ৫৮ জন ব্যক্তিকে ভোট দিয়ে ভারতভুক্তি করেছিলেন। তাই ভারতের মতো মহান দেশে আমরা মাথা উঁচু করে নিজের বাকস্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা নিয়ে বেঁচে আছি।’

আরও পড়ুন – গায়ের জোরে দখল করা জমিতে তৃণমূল পার্টি অফিস, ২০ দিনের মধ্যে ভাঙতে বলল হাইকোর্ট

এদিন কলকাতাসহ দেশের সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। ১৯৪৭ সালের ২০ জুন। স্বাধীনতার ২ মাস আগে বিধানসভায় পশ্চিমবঙ্গ গঠন ও তার ভারতভুক্তির প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাব এনেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাতে সমর্থন জানিয়েছিলেন জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণের মতো বামপন্থী নেতাও। এদিন তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান শুভেন্দু অধিকারী।