Suvendu Adhikari: রাজভবনের সামনে নয়, বিকল্প জায়গায় ধর্নায় বসতে চান শুভেন্দু, আদালতে পেশ জায়গার নাম

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে  রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আপাতত ওখানে তাঁরা ধর্নায় বসছেন। কলকাতা হাইকোর্ট তাঁদের বিকল্প জায়গা জানানোর জন্য বলেছিল। এবার প্রশ্ন ঠিক কোন বিকল্প জায়গায় ধর্নায় বসতে চায় বিজেপি? সূত্রের খবর, বিকল্প জায়গা হিসাবে তারা রাজ্য পুলিশের ডিজির দফতরের সামনে ধর্নায় বসতে চান। তবে সেখানে ধর্নায় বসার অনুমতি মিলবে কি না সেটাও দেখার। 

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিল বিজেপি। রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে বিষয়টি জানানোর জন্যই তারা প্রতীকী অবস্থানে বসতে চেয়েছিলেন। কিন্তু কলকাতা পুলিশ এনিয়ে অনুমতি দেয়নি। কারণ তাদের দাবি, ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা থাকে। সেক্ষেত্রে সেখানে এভাবে ধর্নায় বসা যায় না। এদিকে অন্য কোনও বিকল্প জায়গায় ধর্নায় বসার জন্য প্রশাসনের তরফে বিজেপিকে বলা হয়েছিল। কিন্তু বিজেপি তা মানতে চায়নি। এরপর তারা আদালতে যায়। 

এদিকে আদালতে বিজেপির আইনজীবী জানিয়ে দিয়েছিলেন, গত বছর অক্টোবর মাসে তৃণমূলের এক নেতা রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন। অন্তত ৫ দিন ধরে তারা ধর্নায় বসেছিলেন। তখন কেন রাজ্য পুলিশ প্রশাসনের তরফে আপত্তি জানানো হয়নি সেই প্রশ্ন তুলেছিলেন বিজেপির আইনজীবী। তবে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, তৃণমূল ধর্নায় বসেছিল বলেই বিজেপিকে ধর্নায় বসার অনুমতি দিতে হবে সেটা হয় না। 

এবার বিকল্প জায়গার কথা জানাল বিজেপি। কিন্তু ভবানী ভবনের সামনে নাকি নবান্নে ডিজির দফতরের সামনে তারা ধর্নায় বসতে চান তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে শেষ পর্যন্ত কোথায় তাদের অনুমতি মেলে সেটাই দেখার।  

২১শে জুনের মধ্য়ে বিকল্প জায়গার নাম বলার জন্য আদালতের তরফে জানানো হয়েছিল। সেই মতো বিজেপি সেই বিকল্প জায়গার নাম জানিয়ে দিয়েছে। তবে এবার বল গিয়েছে রাজ্য সরকারের কোর্টে। তারা বিজেপির এই দাবিকে মেনে নেয় কি না সেটাও দেখার। 

আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। সেখানেই রাজ্য সরকার তাদের মতামত জানাবে। আসলে হাইকোর্টের তরফে রাজ্য সরকারকে তাদের মতামত জানানোর জন্য বলা হয়েছে। এবার রাজ্য সরকার সেই বিকল্প  জায়গায় বিজেপির ধর্নায় সবুজ সংকেত দেয় কি না সেটাও দেখার। 

এদিকে এবার