Wealth Inequality in Kerala and WB: বামেদের কেরলেই সম্পদের বৈষম্য মারাত্মক বেশি, বাংলায় অনেক কম, বাস্তব দেখাল তথ্য

‘সাম্যবাদের’ কেরলেই বৈষম্য বেশি। সেটা শহরাঞ্চল হোক গ্রামীণ এলাকা হোক- বামশাসিত কেরলে সম্পদের নিরিখে বৈষম্যটা চোখে পড়ার মতো। বরং পশ্চিমবঙ্গে সেই বৈষম্য অনেকটাই কম। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ মিন্ট’-র বিশ্লেষণ অনুযায়ী, ভারতে যে বড় রাজ্যগুলিতে বৈষম্য সবথেকে বেশি, সেই তালিকার একেবারে উপরের দিকে আছে কেরল। গ্রামাঞ্চলে সম্পদের বৈষম্যের নিরিখে শীর্ষে আছে। আর শহরাঞ্চলের নিরিখে দুইয়ে আছে কেরল। অন্যদিকে, গ্রামাঞ্চলে বৈষম্যের তালিকায় শেষের দিকে আছে পশ্চিমবঙ্গ। শহরাঞ্চলে পশ্চিমবঙ্গের থেকে সম্পদের বৈষম্য কম দেখা গিয়েছে শুধুমাত্র বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে।

‘লাইভ মিন্ট’-এ যে বিশ্লেষণ করা হয়েছে, সেটা ২০২২-২৩ সালে গৃহস্থের খরচের সমীক্ষার ভিত্তিতে করা হয়েছে। দেশের গ্রামাঞ্চলের ১,৫৫,০১৪টি বাড়ি এবং শহরাঞ্চলের ১,০৬,৩৭২টি বাড়িতে ওই সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের যে বিশ্লেষণ করা হয়েছে, সেটা অনুযায়ী, শহরাঞ্চলের সবথেকে খরুচে ১০ শতাংশ মানুষ প্রতি মাসে মাথাপিছু ১৬,৬১২ টাকা খরচ করে থাকেন। যা মধ্যবিত্ত স্তরে থাকা মানুষের থেকে ৩.১ গুণ বেশি। গ্রামাঞ্চলে আবার সবথেকে খরুচে ১০ শতাংশ মানুষ প্রতি মাসে মাথাপিছু ৮,৫৬৯ টাকা খরচ করেন। যা মাঝামাঝি স্তরে থাকা মানুষের থেকে ২.৬ গুণ বেশি।

আরও পড়ুন: Bengali scientists find new ‘pi’ way: ‘পাই’-র নয়া ফর্মুলা আবিষ্কার ২ বাঙালি বিজ্ঞানীর! বড্ড জটিল বলে আগে কেউ ওদিকে যাননি

আর সেই বিশ্লেষণ থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে গৃহস্থের খরচের নিরিখে যথেষ্ট বৈষম্য আছে। আর যেটা প্রকারান্তরে বোঝায় যে সম্পদের ক্ষেত্রে ফারাকটা যথেষ্ট বেশি রয়ে গিয়েছে। কয়েকটি রাজ্যের ক্ষেত্রে বৈষম্য আরও বেশি। ‘লাইভ মিন্ট’-র বিশ্লেষণ অনুযায়ী, কেরল এবং হরিয়ানার শহরাঞ্চলে ফারাকটা মারাত্মক। দুই রাজ্যের ১০ শতাংশ সবথেকে বেশি খরুচে শহরের মানুষ মাসে মাথাপিছু যেখানে ২০,০০০ টাকা খরচ করেন, সেখানে সবথেকে কম খরুচে ১০ শতাংশ মানুষ মাসে মাত্র ২,৫০০ টাকার মতো খরচ করেন।

শহরাঞ্চলে কোন রাজ্যে মাসিক খরচের ফারাক সবথেকে বেশি?

১) হরিয়ানা।

২) কেরল।

৩) কর্ণাটক।

৪) তেলাঙ্গানা।

৫) তামিলনাড়ু।

৬) মহারাষ্ট্র।

৭) অন্ধ্রপ্রদেশ।

শহরাঞ্চলে কোন রাজ্যে মাসিক খরচের ফারাক সবথেকে কম?

১) বিহার।

২) ছত্তিশগড়।

৩) ঝাড়খণ্ড।

৪) মধ্যপ্রদেশ।

৫) উত্তরপ্রদেশ।

৬) পশ্চিমবঙ্গ।

৭) ওড়িশা।

আরও পড়ুন: Income Tax Rate Cut in Budget 2024: আয়কর কমানো হতে পারে এই বাজেটেই! কাদের কাদের লাভ হবে? মধ্যবিত্তের বাড়বে সেভিংস

গ্রামাঞ্চলে কোন রাজ্যে মাসিক খরচের ফারাক সবথেকে বেশি?

১) কেরল।

২) তামিলনাড়ু।

৩) রাজস্থান।

৪) মহারাষ্ট্র।

৫) অন্ধ্রপ্রদেশ।

৬) পঞ্জাব।

৭) হরিয়ানা।

গ্রামাঞ্চলে কোন রাজ্যে মাসিক খরচের ফারাক সবথেকে কম?

১) ছত্তিশগড়।

২) ঝাড়খণ্ড।

৩) ওড়িশা।

৪) অসম।

৫) মধ্যপ্রদেশ।

৬) বিহার।

৭) পশ্চিমবঙ্গ।

খরচের বৈষম্য, কোন রাজ্যে সবথেকে বেশি, কোন রাজ্যে সবথেকে কম। (ছবি সৌজন্যে Mint)

বৈষম্যের ফারাক কম হলেও পশ্চিমবঙ্গ, বিহারের ছবিটা মোটেও ভালো নয়

তবে মুদ্রার এপিঠ যেমন আছে, তেমন ওপিঠও আছে। যে রাজ্যগুলিতে আর্থিক বৈষম্য কম, সেই রাজ্যগুলিতে সবথেকে কম খরুচে মানুষরা যে তুলনামূলকভাবে বেশি অর্থ খরচ করার ফলে ফারাক কমেছে, সেটা নয়। বরং ওই রাজ্যের সবথেকে বেশি খরুচেরাও কম টাকা ব্যয় করেন। আর সেটার জন্যই বৈষম্যের ফারাকটা কম দেখাচ্ছে।

আরও পড়ুন: Students on UGC-NET 2024 cancellation: ‘ভাবছিলাম অ্যানসার কি পাব, পরীক্ষা বাতিলের নোটিশ এল’, হতাশ বাংলার NET প্রার্থীরা

‘লাইভ মিন্ট’-র বিশ্লেষণ অনুযায়ী, কেরলের শহরাঞ্চলে যিনি মাসে সবথেকে বেশি টাকা ব্যয় করেন, তাঁর খরচের অঙ্কটা হল ২০,০০০ টাকার মতো। পশ্চিমবঙ্গে সেটা ১৫,০০০ টাকারও কম। কিন্তু কেরলে যে ব্যক্তি সর্বনিম্ন খরচ করেন, তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন খরুচে ব্যক্তির অঙ্কটার বেশি ফারাক নেই।