BJP MLA from Bihar Shreyasi Singh added to Indian shooting squad for 2024 Paris Olympics see in pics

শুক্রবার জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, শটগান শ্যুটার শ্রেয়সী সিংহ প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

শুক্রবার জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, শটগান শ্যুটার শ্রেয়সী সিংহ প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

প্যারিস অলিম্পিক্সে ভারতের ২১তম শ্যুটার হিসাবে সুযোগ পেলেন শ্রেয়সী।

প্যারিস অলিম্পিক্সে ভারতের ২১তম শ্যুটার হিসাবে সুযোগ পেলেন শ্রেয়সী।

চমকে ওঠার মতো তথ্য হচ্ছে, শ্রেয়সী পুরোদমে রাজনীতিকও।

চমকে ওঠার মতো তথ্য হচ্ছে, শ্রেয়সী পুরোদমে রাজনীতিকও।

বিহারের বিজেপি বিধায়ক তিনি। জামুই কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন তিনি।

বিহারের বিজেপি বিধায়ক তিনি। জামুই কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন তিনি।

৩২ বছরের শ্রেয়সী রাজেশ্বরী কুমারের সঙ্গে ট্র্যাপ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্যারিস অলিম্পিক্সে।

৩২ বছরের শ্রেয়সী রাজেশ্বরী কুমারের সঙ্গে ট্র্যাপ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্যারিস অলিম্পিক্সে।

২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শ্যুটিংয়ে বিজয় কুমার রুপো ও গগন নারাঙ্গ ব্রোঞ্জ জিতেছিলেন। তারপর থেকে আর কোনও ভারতীয় শ্যুটার অলিম্পিক্সে পদক জেতেননি।

২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শ্যুটিংয়ে বিজয় কুমার রুপো ও গগন নারাঙ্গ ব্রোঞ্জ জিতেছিলেন। তারপর থেকে আর কোনও ভারতীয় শ্যুটার অলিম্পিক্সে পদক জেতেননি।

অলিম্পিক্সে এর আগে বিহারের কোনও অ্য়াথলিট দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। সেদিক থেকেও নজির গড়লেন শ্রেয়সী।

অলিম্পিক্সে এর আগে বিহারের কোনও অ্য়াথলিট দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। সেদিক থেকেও নজির গড়লেন শ্রেয়সী।

শ্রেয়সী বলেছেন, 'দীর্ঘ দিন ধরে এই দিনটির স্বপ্ন দেখেছিলাম।'

শ্রেয়সী বলেছেন, ‘দীর্ঘ দিন ধরে এই দিনটির স্বপ্ন দেখেছিলাম।’

কমনওয়েলথ গেমসে শ্যুটিংয়ে সোনা জিতেছিলেন শ্রেয়সী।

কমনওয়েলথ গেমসে শ্যুটিংয়ে সোনা জিতেছিলেন শ্রেয়সী।

১৭ বছরের শ্যুটিং কেরিয়ারের সেরা প্রাপ্তি এটাই, জানিয়েছেন শ্রেয়সী। ছবি - এক্স হ্যান্ডল থেকে নেওয়া

১৭ বছরের শ্যুটিং কেরিয়ারের সেরা প্রাপ্তি এটাই, জানিয়েছেন শ্রেয়সী। ছবি – এক্স হ্যান্ডল থেকে নেওয়া

Published at : 22 Jun 2024 06:54 PM (IST)

আরও জানুন অলিম্পিক্স

আরও দেখুন