T20 World Cup 2024 Super 8 India vs Bangladesh match Antigua weather might play spoilsport

অ্যান্টিগা: শুক্রবার ভারতীয় সময় সকাল ৬টায় সুপার এইটের ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। সেই ম্যাচে কাঁটা হয়ে দেখা দিয়েছিল বৃষ্টি। বৃষ্টির জন্য ম্যাচ শেষ করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ী ঘোষণা করা হয় অস্ট্রেলিয়াকে।

সেই অ্যান্টিগাতে কার্যত ৩৬ ঘণ্টার ব্যবধানে ফের নামছে বাংলাদেশ। শনিবার সুপার এইটের ম্যাচে তাদের সামনে ভারত। যারা এখনও পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অপরাজিত। আর সেই ম্যাচও কি না পণ্ড হতে পারে দুর্যোগে!

ভারত বনাম বাংলাদেশ (Ind vs Ban) ম্যাচও অ্যান্টিগায়। সুপার এইটের গ্রুপ ওয়ানের এই ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্যর ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও রয়েছে পুরো দমে।

বৃষ্টির জন্য সুপার এইটে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২৮ রানে হারতে হয়েছে শাকিব আল হাসানদের। সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ভাল জায়গায় রয়েছে ভারত। শনিবার বাংলাদেশকে হারিয়ে দিলে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মাদের। তবে বৃষ্টি যদি খলনায়ক হয়ে হাজির হয়?

ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০.৩০-এ। ভারতীয় সময় রাত ৮টায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, অ্যান্টিগায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে এগারোটার মধ্যে হতে পারে বৃষ্টি। 

যদি বৃষ্টিতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ভেস্তে যায়, তাহলে কী হবে? কী বলছে নিয়ম?

সুপার এইট পর্বে কোনও ম্যাচের জন্যই রিজার্ভ ডে নেই। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে নিয়ম অনুযায়ী ভারত ও বাংলাদেশ – দুই দেশের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট দাঁড়াবে ২ ম্যাচে ৩। বাংলাদেশের পয়েন্ট হবে ২ ম্যাচে ১। সেক্ষেত্রে জমে যেতে পারে সেমিফাইনালের দৌড়। কারণ, শেষ ম্য়াচে ভারতের সামনে অস্ট্রেলিয়া। বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। কে বলতে পারে গোটা গ্রুপের ছবিটাই সেক্ষেত্রে বদলে গেল না? এমনকী, শেষ ম্যাচে হেরে বিদায় নেওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে টিম ইন্ডিয়ার।

আগের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ স্পিনার খেলিয়েছিল ভারত। তবে বৃষ্টি হলে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সেই কৌশল কতটা কার্যকরী হবে, তা নিয়েও প্রশ্ন থাকছে।

আরও পড়ুন: কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর প্রথমবার কলকাতায় গম্ভীর, টিম ইন্ডিয়ার কোচের পদে চূড়ান্ত?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন