TMC MLA Humayun Kabir: সোশ্যাল মাধ্যমে কুরুচিকর মন্তব্য, জেলারই TMC নেতার বিরুদ্ধে থানায় হুমায়ূন কবীর

দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বিভিন্ন সময়ে খবরের শিরোনামে থেকেছেন মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর। তিনি জেলার একাধিক তৃণমূল নেতৃত্বে বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। আর এবার জেলার এক তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ জানালেন তৃণমূল বিধায়ক। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম মোস্তাক আহমদ। তিনি সোশ্যাল মিডিয়ায় হুমায়ূন কবীরের নামে আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। এই ঘটনায় বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

আরও পড়ুন: ‘ইউসুফ ২ লাখ ভোটে জয়ী হতেন’, দলের নেতাদের বিরুদ্ধে ফের বিস্ফোরক হুমায়ূন

তৃণমূল বিধায়কের অভিযোগ, কয়েকদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় মোস্তাক একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে তাঁকে নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন মোস্তাক। মোস্তাকের এই মন্তব্যের ফলে সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করেছেন হুমায়ূন কবীর। তাই তিনি মোস্তাকের বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছেন। হুমায়ূনের দাবি, মোস্তাক তাঁর সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, যে ভরতপুরের বিধায়ক হলেও নিজের এলাকায় তিনি পাত্তা পান না। ফলে জঙ্গিপুর অথবা অন্য জায়গা নিয়ে কথা বলা মোটেও উচিত হয় না। হুমায়ূনের অভিযোগ, প্রমোটারিংয়ে সঙ্গে যুক্ত মোস্তাক। শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে মোস্তাককে নিশানা করে হুমায়ূন কবীর বলেন, ‘ও কোনও নেতা নয়। কোনও কাজও করে না। যে নিজের সংসার সামলাতে পারে না সে আবার নেতা হওয়ার স্বপ্ন দেখে। এর আগে টিকিট না পেয়ে পুরসভায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল। মাত্র ৩০০ টি ভোট পেয়েছিল। তার আবার বড় বড় কথা।’

এপ্রসঙ্গে হুমায়ূন কবীর মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতৃত্বে বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ’তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে নিজে ডেকে ইউসুফ পাঠানের হয়ে ভোট প্রচার করার নির্দেশ দিয়েছিলেন। ইউসুফ পাঠানের হয়ে ভোট প্রচারের জন্য তাঁর উপরেই আস্থা রেখেছিলেন দলের নেতৃত্ব। তাতেই দলের অনেক নেতার গা জ্বলেছে।’ 

অন্যদিকে, অভিযুক্ত মোস্তাক আহমেদ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, বেলডাঙার একটি গরিব পরিবারের জমি প্রোমোটাররা দখল করতে চাইছে। অথচ তাদের পক্ষ নিচ্ছে  হুমায়ূন কবীর।  তিনি যাতে সমস্যার সমাধান করেন সেই দাবিই তিনি জানিয়েছেন।