Rohit Sharma: কোহলিকে চোখ রাঙান বাংলাদেশি, কড়ায় গন্ডায় বুঝিয়ে দিলেন রোহিত, বদলার মতো বদলা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মারা (Rohit Sharma) টি-২০ বিশ্বকাপের সুপার আটে (T20 World Cup Super 8) ব্য়াক-টু-ব্য়াক জয় পেল। সুপার আটে ভারত উঠেছিল গ্রুপ পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করেই। এরপর গত বৃহস্পতিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে সুপার আটের অভিযান শুরু করে টিম ইন্ডিয়া (IND vs AFG , T20 World Cup Super 8)। সুপার এইটের দ্বিতীয় ম্য়াচে রোহিতরা, গত শনিবার নাজমুল হোসেইন শান্তর বাংলাদেশকে ৫০ রানে হারিয়ে ভারত শেষ চারের রাস্তা প্রশস্ত করেছে। 

আরও পড়ুন: মরসুমের প্রথম ইস্ট-মোহন কবে? রইল তিন প্রধানের লিগ শুরুর দিনও, জানিয়ে দিল আইএফএ

টস জিতে ভারত প্রথমে ব্য়াট করে পাঁচ উইকেটে ১৯৬ রান তুলেছিল। বিরাট কোহলি-রোহিত শর্মার জুটি ভালো কিছুর ইঙ্গিত দিয়েও প্রত্য়াশা পূরণে ব্য়র্থ হন। চার ওভারের মধ্য়েই ৩৯ রানে চলে যায় ভারতের প্রথম উইকেট। ১১ বলে ২৩ রান করে সাকিবের বলে ক্য়াচ তুলে দেন রোহিত। এরপর ফেরেন বিরাটও। ২৮ বলে ৩৭ রানের ইনিংস খেলে আউট হন বিরাট। বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবের স্লোয়ার অফকাটার কোহলির উইকেট ছিটকে দেয়। কোহলিকে ফিরিয়েই তানজিম আগুনে আগ্রাসন দেখান। রীতিমতো চোখ রাঙান বাংলাদেশি। যে ছবি রাতারাতি ভাইরাল হয়ে যায়। কোহলির প্রতি এই আচরণটা একেবারেই মেনে নিতে পারেননি। রাগটা ভিতর ভিতর পুষে রেখেছিলেন রোহিত। সুযোগ খুঁজছিলেন কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার।

পদ্মাপারের ওপেনার লিটন দাসই ছিল ভারতের প্রথম শিকার। হার্দিক পান্ডিয়ার বলে তিনি ডিপ স্কোয়ারে উড়িয়ে খেলেছিলেন। সূর্যকুমার যাদব দুরন্ত ক্য়াচে লিটনকে ডাগআউটে পাঠান। লিটন ফিরতেই রোহিতও রীতিমতো আগ্রাসী হয়ে ওঠেন। হাত দেখিয়ে বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, যাও এবার ফিরে যাও। সেই ভিডিয়ো ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। 

আরও পড়ুন: বিশ্বকাপ ইতিহাসে বিরাটের সঙ্গেই সাকিব, ভিভের মাঠে কী করলেন দুই তারকা? তাঁরাই প্রথম

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)