T20 World Cup 2024 Hardik Pandya becomes first Indian player to complete unique double get to know

অ্যান্টিগা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার আগেই তাঁকে নিয়ে হাজারো প্রশ্ন উঠছিল। সমালোচনার ঝড় উঠেছিল। আইপিএলে খারাপ পারফরম্য়ান্সের পরও তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দলের সহ অধিনায়ক নির্বাচিত করা নিয়ে নির্বাচকদের দিকেও আঙুল উঠেছিল। তবে টুর্নামেন্টে খেলতে নামার পর থেকেই নিজের প্রয়োজনীয়তা বারবার বুঝিয়েছেন হার্দিক পাণ্ড্য। বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচে ব্যাট ও বল হাতে দলের জয়ে বড় ভূমিকা নিলেন। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকালেন। বল হাতে নিলেন ১ উইকেট। আর এই পারফরম্য়ান্স করার জন্য ম্য়াচের সেরার পুরস্কারও জিতলেন। একইসঙ্গে নতুন রেকর্ডও গড়লেন রোহিতের ডেপুটি। 

প্রথমে ব্য়াটিং করতে নেমে ১৯৬ রান বোর্ডে তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। যার পেছনে বড় অবদান ছিল হার্দিকের। ২৭ বলে ঝোড়ো অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। ১৮৫ স্ট্রাইক রেটে ব্য়াটিং করেছিলেন তিনি। বল হাতে পরে গুরুত্বপূর্ণ লিটন দাসের উইকেট তুলে নেন। এর সঙ্গে সঙ্গেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তিনশাের বেশি রান ও ২০টির বেশি উইকেট তুলে নেন হার্দিক। এই টুর্নামেন্টের ইতিহাসে মোট ২১ ম্য়াচ খেলতে নেমে ১৩ ইনিংসে ৩০২ রান করেছেন হার্দিক। দুটো অর্ধশতরান রয়েছে তার মধ্য়ে। সর্বোচ্চ ৬৩। আর বল হাতে মোট তুলে নিয়েছেন ২১ উইকেট। ব্যক্তিগত সর্বোচ্চ ২১ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেওয়া। হার্দিকের আগে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর ঝুলিতে ৩৪ ম্যাচে ৩৯ উইকেট ও ৫৪৬ রান রয়েছে। বাংলাদেশের শাকিব আল হাসান ৪২ ম্য়াচে ৫০ উইকেট ও ৮৫৩ রান করেছেন। ডোয়েন ব্র্যাভো ২৭ ম্য়াচে ২৭ উইকেট ও ৫৩০ রান করেছেন। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ২৪ ম্য়াচে ২২ উইকেট ৫৩৭ রান করেছেন। 

শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানে জিতে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল রোহিত শর্মার দল। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান বোর্ডে তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে ১৪৬ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতীয় ব্যাটিং লাইন আপে ৩৪ রান করেন দুবে, ৩৭ রান করেন কোহলি ও ৩৬ রান করেন পন্থ। বল হাতে ভারতের জয়ের নায়ক বুমরা। নিজের ৪ ওভারের স্পেলে ১২ রানের বিনিময়ে ২ উইকেট নেন ডানহাতি পেসার।

 

আরও দেখুন