বনগাঁর পর বেড়ি গোপালপুর, ফের উত্তর ২৪ পরগনায় শিশুচোর সন্দেহে গণপিটুনি

পুলিশ প্রশাসনের যাবতীয় চেষ্টা সত্বেও উত্তর ২৪ পরগনায় শিশুচোর সন্দেহে গণধোলাইয়ের ঘটনা যেন থামছেই না। শনিবার বনগাঁর পর রবিবার সকালে একই ঘটনার পুনরাবৃত্তি হল গাইঘাটা থানা এলাকার বেড়ি গোপালপুরে। সেখানে এক যুবককে গণধোলাই দেন স্থানীয়রা। খবর পেয়ে সুটিয়া তদন্তকেন্দ্রের পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে।

আরও পড়ুন – পিস্তল নিয়ে স্কুলে এল পড়ুয়া, তৃণমূল নেতার ‘ভাইপো’র কাণ্ডে তোলপাড়

পড়তে থাকুন – ইংরেজবাজারে জঞ্জাল কর, TMC-র খারাপ ফলের জন্যই এমন সিদ্ধান্ত, অভিযোগ বিজেপির

রবিবার সকালে বেড়ি গোপালপুরে এক ব্যক্তির বাড়িতে ঢুকে হাতের ইশারায় একটি শিশুকে ডাকছিলেন এক যুবক। অচেনা যুবক ডাকছে দেখে জ্ঞান হারায় শিশুটি। সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হয়ে যান স্থানীয়রা। ওই যুবককে মারধর শুরু করেন। এর পর যুবককে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে গাইঘাটা থানার সুটিয়া তদন্তকেন্দ্রের পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে।

শনিবার সন্ধ্যায় বনগাঁ পুরসভা এলাকার ঠাকুরপল্লিতে ঠিক একই রকম ঘটনা ঘটে। এক ভবঘুরে যুবকের হাতে বাচ্চাদের খেলনা দেখে তাকে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। সেই ঘটনার পর রাত পোহাতে না পোহাতে বেড়ি গোপালপুরে মারধরের অভিযোগ উঠল।

আরও পড়ুন – ভোটে পরাজিত হয়েই বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি MLA স্বপন মজুমদার, পাত্রী কে?

গত কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় শিশুচুরির গুজব ছড়িয়েছে। বারাসতে একটি কিশোরের দেহ উদ্ধারের পর থেকে এই ঘটনার সূত্রপাত। সোশ্যাল মডিয়া ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। গুজব ছড়ানোর অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাতেও গুজবের গতি থামছে না।