Mamata Banerjee: NEET বন্ধ করে রাজ্যের হাতে তুলে দিন মেডিক্যাল এন্ট্রান্স, মোদীকে চিঠি মমতার

মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিট নিয়েও নানা ধরনের অভিযোগ। মহা ফাঁপড়ে পড়়েছেন পড়ুয়ারা। সেই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলার মুখ্য়মন্ত্রী। কার্যত মেডিক্য়াল এন্ট্রান্স পরীক্ষার ভার রাজ্য়ের হাতে তুলে দেওয়ার দাবিতে চিঠি লিখলেন মমতা। 

 তিনি লেখেন, ‘পেপার ফাঁস হয়ে যাওয়া নিয়ে যে অভিযোগ, ঘুষ নেওয়া সহ নানা অভিযোগ উঠেছে। এনিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা দরকার। এই পরিস্থিতির জেরে লাখ লাখ ছাত্রছাত্রী যারা মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য স্বপ্ন দেখছিলেন তা ধাক্কা খেয়েছে। ’

‘এর জেরে মেডিক্য়াল শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে এমনটা নয়, গোটা দেশ জুড়ে স্বাস্থ্য় ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। সেই প্রসঙ্গে আমরা জানিয়ে দিচ্ছি যে ২০১৭ সালের আগে রাজ্য় সরকার তাদের মতো করে পরীক্ষা নিত আর কেন্দ্রীয় সরকারও তাদের মতো করে পরীক্ষা নিত। সেই সিস্টেমে কোনও সমস্যা ছিল না। এতে আঞ্চলিক সিলেবাস অনুসারে ও শিক্ষার মান অনুসারে কাজ করা হত। একজন চিকিৎসক পড়ুয়ার শিক্ষা ও ইন্টার্নশিপের জন্য রাজ্য় সরকার মোটামুটি ৫০ লাখ টাকা খরচ করে। সেক্ষেত্রে রাজ্যকেও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার অধিকার দেওয়া হোক। ’লিখলেন মমতা। 

‘এই বিকেন্দ্রীকরণ করতে গিয়ে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত লেগেছে। আর বর্তমান ব্যবস্থাতে বিরাট দুর্নীতি হয়েছে। এই পরীক্ষায় তারাই সুবিধা পেয়েছে যারা ধনী, টাকাপয়সা দিতে পেরেছেন। আর গরীব আর মধ্যবিত্ত পরিবারের পড়ুয়াদের ভুগতে হচ্ছে। ’

‘সেক্ষেত্রে আপনার কাছে অনুরোধ আগের সিস্টেমটা আবার ফিরিয়ে আনুন। আর এই NEET সিস্টেমটাকে বন্ধ করে দিন। এর ফলে যারা পরীক্ষা দিতে চান তাদের মধ্যে আবার উৎসাহ ফিরে আসবে। ’

কার্যত এর আগে তামিলনাড়ুর তরফেও এই ধরনের দাবি তোলা হয়েছিল। এবার বাংলার মুখ্য়মন্ত্রীও একই দাবি তুললেন। বাস্তবিকই একটা সময় ছিল যখন রাজ্য জয়েন্টের মাধ্য়মেই ডাক্তার হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা হত। সেই সিস্টেমটাই ফিরিয়ে আনার কথা বলছেন মমতা। 

তবে এবার প্রশ্ন রাজ্য়ের হাতে তুলে দিলেই কি দুর্নীতিমুক্ত হবে জয়েন্ট এন্ট্রান্স? কারণ ইতিমধ্য়েই এসএসসি নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। রাজ্য়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ও বর্তমানে জেলবন্দি। একের পর এক নেতার বিরুদ্ধে অভিযোগ। এখনও বঞ্চিত চাকরিপ্রার্থীরা চাকরির আশায় দিন গুনছেন। সেই পরিস্থিতিতে রাজ্য়ের হাতে মেডিক্যাল এন্ট্রান্স এলে কতটা তা দুর্নীতি মুক্ত হবে সেই প্রশ্নটা থেকেই গিয়েছে।