T20 World Cup 2024 Indian vs Australia Rohit Sharma Mitchell Marsh when and where to watch match preview

সেন্ট লুসিয়া: অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেওয়ার পর সুপার এইটের ভারতের গ্রুপের লড়াই কিন্তু বেশ জমে উঠেছে। আফগানিস্তানও এখন উঠে এসেছে সেমিতে ওঠার অন্যতম দাবিদার হিসেবে। আর তাই আজ ভারত-অস্ট্রেলিয়া ম্য়াচ মূলত মার্শবাহিনীর কাছে ডু অর ডাই। টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া গ্রুর শীর্ষে থেকে সুপার এইটে পৌঁছেছিল। এখানেও তারা হারিয়ে দিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। 

কাদের ম্যাচ?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের মহারণে আজ ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ

কবে খেলা?

ম্যাচটি হবে ২৪ জুন, সোমবার

কখন শুরু ম্যাচ?

ভারতীয় সময় সোমবার রাত ৮ টা থেকে ম্য়াচ

কোথায় ম্যাচ?

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে ২ দল

টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?

ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 

অনলাইন স্ট্রিমিং

টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি। ডিজনি প্লাস হটস্টারে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামের পিচ মূলত ব্যাটারদের জন্য আদর্শ। এখানে বোলারদের একটু কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়। তাই টস জিতে যে কোনও অধিনায়কই ব্যাটিং নেওয়ার কথাই ভাববেন।  এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ৩১টি ম্য়াচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। তার মধ্যে ১১ বার জয় ছিনিয়ে নিয়েছে অজিরা। অন্য়দিকে ১৯ বার জিতেছে ভারতীয় দল। অর্থাৎ ইতিহাস কিন্তু বলছে পাল্লা ভারী টিম ইন্ডিয়ারই। কিন্তু সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টে গুরুত্বপূর্ণ ম্য়াচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। যা কিছুটা চাপে রাখবে আজ তাদের।

ভারতীয় দল এখনও পর্যন্ত টুর্নামেন্টে যে দল খেলিয়েছে, তাতে খুব একটা পরিবর্তন করেনি। শুধুমাত্র সিরাজের বদলে কুলদীপ ঢুকেছেন শেষ ২ ম্য়াচে। এই ম্য়াচেও হয়ত তেমনই থাকবে ফর্মেশন। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়। সেক্ষেত্রে কুলদীপ যদি খেলেন, তবে তিন স্পিনার থাকবে আজকের ভারতীয় একাদশে। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে আফগানিস্তান ম্যাচে ফর্মে ফিরেছেন গ্লেন ম্য়াক্সওয়েল। এছাড়াও ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মার্কাস স্টােইনিস। 

আরও দেখুন