T20 World Cup 2024 Super eight group position after south africa beat west indies and qualified for semis

অ্যান্টিগা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিতে কোন চার দল উঠছে? দক্ষিণ আফ্রিকা (South Africa) সোমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অঙ্কটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেল। প্রোটিয়া বাহিনী শেষ চারে জায়গা পাকা করে নিয়েছে ইতিমধ্যে। ভারত আজ অন্য গ্রুপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে। পরপর ২ ম্য়াচে সুপার এইটে জিতে শেষ চারের জায়গা কার্যত পাকা করে নিয়েছে রোহিত বাহিনী। আজ  এই ম্য়াচ অজিদের কাছে ডু অর ডাই ম্য়াচ। আফগানিস্তানের বিরুদ্ধে হেরে নিজেদের কাজ একটু কঠিন করে ফেলেছে মার্শ বাহিনী।

এখনও পর্যন্ত সুপার এইটের দুটো গ্রুপের মধ্যে দ্বিতীয় গ্রুপের ছবিটা পরিষ্কার। আজ দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারানোর সঙ্গে সঙ্গে তারা ৩ ম্য়াচে ৩টি জিতে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। অন্য়দিকে যুক্তরাষ্ট্র তাদের তিন ম্য়াচের সবগুলোতেই হেরেছে। আগেই ছিটকে গিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ আজ জিতলে ইংল্যান্ডকে টেক্কা দিয়ে সেমিতে যাওয়ার সুযোগ থাকত। কিন্তু রভমন পাওয়েলের দল ম্য়াচ হেরে যাওয়ায় ইংল্যান্ড দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নিল।

ভারতের গ্রুপটি যদিও এখনও অনেকটা ওপেন। একমাত্র রোহিতরা দুই ম্য়াচ খেলে দুটোতেই জয় ছিনিয়ে নিয়েছে। আজ জিতলে তারা পাকাপাকিভাবে গ্রুপ শীর্ষে থেকে সেমিত পা রাখবে। কিন্তু অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিরুদ্ধে হেরে অঙ্ক কিছুটা বদলে দিয়েছে। মার্শ ও রশিদ দুজনের দলেরই এই মুহূর্তে ঝুলিতে ২ পয়েন্ট। শুধু রান রেটে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ভারত ও অস্ট্রেলিয়া সুপার এইটে আজই তাদের শেষ ম্য়াচে পরস্পরের মুখোমুখি হতে চলেছে। অন্য়দিকে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের শেষ ম্য়াচে খেলতে নামবে আফগানিস্তান। বাংলাদেশ দুটো ম্য়াচ খেলে দুটোতেই হেরেছে। তাঁরা কোনও পয়েন্ট ঝুলিতে পুরতে পারেনি। সেক্ষেত্রে আফগানিস্তান যদি শেষ ম্য়াচে টাইগারদের হারিয়ে দেয়, আর অস্ট্রেলিয়া আজ হেরে যায় ভারতের বিরুদ্ধে তবে কিন্তু এবারের মত বিশ্বকাপ থেকে ছুটি হয়ে যাবে মিচেল মার্শের দলের। 

আজ সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সেখানকার স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টিতে ম্য়াচ ভেস্তেও যেতে পারে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য নিঃসন্দেহে চাপ বাড়বে। তারা চাইবে বাংলাদেশ যেন তাদের শেষ ম্য়াচে আফগানদের হারিয়ে দেয়। 

আরও দেখুন