তিন উইকেট হারানোর পর সেমির পরিকল্পনা থেকে সরে আসে শান্তরা!

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে টানা দুই ম্যাচে হেরেও সেমিফাইনালে যাওয়ার সূবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সুযোগটা কাজে লাগাতে পারেনি যদিও। ১২.১ ওভারে ১১৬ রান করতে পারলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল খেলতে পারতো নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু কঠিন সমীকরণ মাথায় রেখে যেভাবে ব্যাটিং করার প্রয়োজন ছিল, সেটা করতে পারেনি বাংলাদেশ। কারণ বাংলাদেশ দল দ্রুত তিন উইকেট হারানোর পরই সেমিফাইনালের ভাবনা থেকে সরে আসে। তখন তাদের লক্ষ্য ছিল সান্ত্বনাসূচক জয়ের। সেই হিসেবও বাংলাদেশ মেলাতে পারেনি।
 
আফগানিস্তানকে ১১৫ রানে আটকে বাংলাদেশ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল। অথচ ম্যাচটা বাংলাদেশ হেরেছে ৮ রানে। নিজেরা তো ডুবেছেই, সঙ্গে অস্ট্রেলিয়াকেও ডুবিয়েছে। বাংলাদেশ আজ জিতলে অস্ট্রেলিয়ার সুযোগ থাকতো সেমিফাইনালে যাওয়ার। কিন্তু বাংলাদেশের হারে অস্ট্রেলিয়াও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। রূপকথার গল্প লিখে আফগানিস্তান চলে গেছে শেষ চারে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক শান্ত বলেছেন, ‘প্রথম ছয় ওভারে হার্ড ব্যাটিং করার পরিকল্পনা ছিল। কিন্তু উইকেট হারালে নরম্যাল ব্যাটিংয়ের পরিকল্পনা করি। কিন্তু তেমন কিছু হয়নি। পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।’

১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একেবারে খারাপ করেনি বাংলাদেশ। তবে প্রথম তিন ওভারে তিন উইকেট হারানোর পর লক্ষ্যটা বদলে ফেলে শান্তরা, ‘পরিকল্পনা এ রকম ছিল— প্রথম ৬ ওভার চেষ্টা করবো। যদি ভালো শুরু করি, দ্রুত উইকেট না পড়ে, ওই সুযোগটা নেবো। কিন্তু যখন ৩টা উইকেট পড়ে গেলো, আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল, কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি। তারপর বলবো, মিডল অর্ডার সে রকম ভালো সিদ্ধান্ত নেয়নি। এ কারণে আমরা হেরে গেছি।’ 

ব্যাটারদের ব্যর্থতায় শান্তর চোখে-মুখেও হতাশা ফুটে উঠেছে, ‘ব্যাটিংয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে। সামনে এগিয়ে যেতে হলে ব্যাটিং নিয়ে প্রবল কাজ করতে হবে। বৃষ্টিতে যা হয়েছে তাকে আমরা অজুহাত হিসেবে দাঁড় করাতে পারি না। বল ভিজেছে, ব্যাটে সুন্দর আসছিল। যা ভালো ছিল।’

তবে নিজেদের বোলিং নিয়ে বেশ খুশি শান্ত, ‘আমি মনে করি আমরা ভালো বোলিং করেছি। কিন্তু ব্যাটিং বিভাগে কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে ইনিংসের মধ্যভাগে। শুধু আজকেই নয়, পুরো টুর্নামেন্টে আমরা বোলিং ভালো করেছি। রিশাদ আমাদের হয়ে নতুন খেলতে এসেছে। কিন্তু সে যেভাবে খেলেছে, তাতে খুবই খুশি। দল ফিল্ডিংয়ের দিক থেকেও ভালো করেছে। বেশ কয়েকটি ভালো ক্যাচও নিয়েছে।’