Afghanistan reaches historic t20 world cup semi final thousands of fans on street

কাবুল: থিকথিক করছে রাস্তায় লোক। রাস্তায় জায়ান্ট স্ক্রিনে টিভি সেট করে সেখানেই ম্য়াচের শুরু থেকেই চোখ রেখেছিলেন সবাই। এমন দিন তো আর এই দেশে এর আগে কখনও আসেনি, বা আসার উপক্রমও হয়নি। ক্রিকেট খেলাটাই যে দেশের অন্তরায়, সেখানে দেশের ছেলেপুলেরা বিশ্বকাপের মঞ্চে খেলছে। তাও আবার সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ তাদের সামনে। এমন মুহূর্ত মিস করা যায় নাকি? নবীন উল হকের (Naveen Ul Haq) বলে মুস্তাফিজুর লেগবিফোর হওয়ার পরই গোটা দেশে যেন স্বাধীনতার আনন্দ। যে দেশটা যুদ্ধ, আগ্নেয়াস্ত্র, মৃত্যু এই সব দেখে অভ্য়স্ত। সেই দেশে আজ ক্রিকেট উৎসব। কাবুল থেকে জালালাবাদ। বিভিন্ন জায়গা আফগানিস্তানিদের ভিড় উপচে পড়ছে।

 


যুব বিশ্বকাপে আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে এর আগে। কিন্তু সিনিয়র পর্যায়ে ওয়ান ডে হােক বা টি-টোয়েন্টি কোনও ফর্ম্যাটের কোনও বিশ্বকাপের শেষ চারে এর আগে আফগানরা খেলেনি কখনও। তাও আবার এমন একটা গ্রুপে ছিল তারা, যেখানে ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ তিনটি দলই খাতায় কলমে শক্তিশালী। এদের মধ্যে ভারত ছাড়া বাকি দুটো দলকেই সুপার এইটের মহারণে হারিয়েছিল রশিদ খানের দল। এমনকী গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের মত প্রথম সারির ক্রিকেট খেলিয়ে বিশ্বমানের দলকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানরা। 

একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে টিম বাসে আফগানিস্তানের প্লেয়ারাও এই জয়ের সেলিব্রেশনে মেতে উঠেছেন। আগামী ২৭ জুন টি-টােয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবেন মহম্মদ নবিরা। 

 

আরও দেখুন