David warners international career ends here as Australia out of the t20 world cup 2024

নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক জয়েই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) থেকে অস্ট্রেলিয়ার বিদায়ী ঘটেছে। অজ়িদের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হল ডেভিড ওয়ার্নারের (David Warner) আন্তর্জাতিক ক্রিকেট সফরও। টেস্ট এবং ওয়ান ডে থেকে আগেই অবসর ঘোষণা করেছিলেন, এবার টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় জানানোয় সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আঙিনায় তারকা অজ়ির কেরিয়ার শেষ হল।

তারকা অজ়ির কেরিয়ারের শেষে তাঁকে কুর্নিশ জানালেন আরেক কিংবদন্তি অজ়ি রিকি পন্টিং (Ricky Ponting)। তিন ফর্ম্যাটেই ওয়ার্নারের মতো প্রভাবশালী অস্ট্রেলিয়ান ক্রিকেটার খুঁজে পাওয়া কঠিন বলেই দাবি প্রাক্তন অস্ট্রেলিয়ান বিশ্বজয়ী অধিনায়কের। আইসিসিকে তিনি বলেন, ‘আমি ওকে বলেছি আজকের দিনটা একটু বসে নিয়ে তোমার অনবদ্য কেরিয়ারে তুমি কী কী করেছে, তা একবার ফিরে দেখ। এই গ্রীষ্মেই ও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে জানি। তবে তিন ফর্ম্যাটে ডেভিড ওয়ার্নারের থেকে অধিক প্রভাবশালী অজ়ি ক্রিকেটার খুঁজে পাওয়াটা ভীষণ কঠিন। আমি ওর সঙ্গে খেলেছি। ওকে বিগত দুই বছরে আইপিএলে কোচিং করিয়েছি এবং সত্যি বলতে ও খুবই ভাল বন্ধু। নিজের কেরিয়ার নিয়ে ওর গর্ব করা উচিত।’

ওয়ার্নার ধীরে ধীরে পর্যায়ক্রমে তাঁর ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানান। তিনি গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল জিতে ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানান। ঘরের মাঠে জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ় ছিল লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ সিরিজ়। ভারতের বিরুদ্ধে ২৪ জুন ম্যাচে নেমে ওয়ার্নার ছয় রানে আউট হন। তখনও অবশ্য অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ধারিত হয়নি। তবে আফগানদের জয়ে অজ়িদের বিশ্বকাপ থেকে বিদায়ের ফলে ভারতের বিরুদ্ধে ম্যাচই ওয়ার্নারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে দাঁড়াল। 

৩৭ বছর বয়সি ব্যাটার যথাক্রমে ১১২টি টেস্ট, ১৬১টি ওয়ান ডে এবং ১১০টি টি-টোয়েন্টি ম্যাট খেলেছেন। শতাধিক আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ খেলা ওয়ার্নার নিজের বিদায়বেলাতেও কিন্তু নিজের দাপুটে ব্যাটিংয়ের ছাপ ছাড়তে সক্ষম হয়েছেন। এ বারের বিশ্বকাপেও তাঁর ব্যাট থেকে এসেছে জোড়া হাফসেঞ্চুরি। তবে আর নয়, এখানেই ওয়ার্নারের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ার শেষ হল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ব্যক্তিগত ৫০, ১০০ গুরুত্বহীন…. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর ‘টিমম্যান’ রোহিত আর কী বললেন? 

আরও দেখুন