KMC New building: পুরসভার নয়া ভবনের রঙ নীল-সাদার বদলে হল লালচে, দ্রুত সরানো হবে একাধিক বিভাগ

চ্যাপলিন সিনেমা হল ভেঙে সেখানে তৈরি হয়েছে কলকাতা পুরসভার নতুন ভবন। কয়েক দিনের মধ্যেই পৌরসভার একাধিক বিভাগ স্থানান্তর করা হবে এই নয়া ভবনে। এর জন্য জোর তৎপরতা চলছে কলকাতা পুরসভায়। তবে নতুন যে ভবনে রঙ করা হয়েছে তা নীল-সাদা নয়, তার পরিবর্তে করা হয়েছে লালচে রঙের। এই অবস্থায় কেন ভবনটির রঙ নীল-সাদা হল না? তাই নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। 

আরও পড়ুন: ‘‌শহরে পানীয় জলের সংকট মেটাতে কাজ করছি’‌, আগামী ২৫ বছরের পরিকল্পনায় মেয়র‌

পুরসভা সূত্রে জানা যাচ্ছে, যে নয়া ভবনটি তৈরি হয়েছে নিউ মার্কেটের চ্যাপলিন স্কোয়ারের সেই জায়গাটি হেরিটেজ এলাকার মধ্যে পড়ে। তাই নিয়ম মেনে এই বাড়ির রঙ লালচে করা হয়েছে। আর বর্ডার করা হয়েছে হলুদ রঙের। চ্যাপলিন স্কোয়ারে নবনির্মিত এই ভবনটি হল চার তলার। গোটা ভবনটির রঙ লালচে হলেও শুধুমাত্র লোহার রেলিং এবং গেটের রং নীল-সাদা করা হয়েছে। 

এ বিষয়ে পুরসভার হেরিটেজ বিভাগের এক আধিকারিক জানান, যেহেতু ওই এলাকাটি ঐতিহ্যপূর্ণ তাই অন্যান্য সরকারি ভবনের মতো নতুন ভবনের রঙ নীল-সাদা করা যায়নি। হেরিটেজ নিয়ম মেনেই এই ভবনের রঙ লালচে ও হলুদ করা হয়েছে। যদিও পুরসভার অনেকেই ভেবেছিলেন যে নয়া ভবনটির রঙ অন্যান্য সরকারি ভবনের মতোই নীল- সাদা করা হবে।হেরিটেজ বিভাগের আধিকারিক জানান, হেরিটেজ আইন অনুযায়ী কাজ করা হয়েছে। সেই অনুযায়ী পুরসভার নয়া ভবনের রঙ রাখা হয়েছে।

প্রসঙ্গত, দেশের সবচেয়ে পুরনো সিনেমা হল গুলির মধ্যে অন্যতম ছিল চ্যাপলিন সিনেমা হল। তবে সময়ের সঙ্গেসঙ্গে সেই সিনেমা হল বন্ধ হয়ে যায়। পরে পুরসভায় বিভিন্ন দফতরের জন্য জায়গা কম থাকায় ওই থিয়েটার ভেঙে সেখানে বহুতল নির্মাণের কাজ শুরু হয়েছিল। তবে ২০১৬ ভবনটির নির্মাণ কাজ আটকে যায়। খরচ বৃদ্ধির কারণে আগের ওই নিমার্ণে যুক্ত ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করেছিল পুরসভা। পরে অন্য একটি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়। সেই কাজ প্রায় শেষ। জানা গিয়েছে, পুরসভার মূল ভবনে একাধিক বিভাগের অফিস রয়েছে। তারমধ্যে এই ভবনে স্বাস্থ্য, অর্থ ও পানীয় জল সরবরাহ-সহ বেশ কয়েকটি বিভাগ স্থানান্তরিত করা হতে পারে। এছাড়াও, সম্পত্তি কর, জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের কিছুটা অংশও স্থানান্তরিত করা হতে পারে।