Kolkata ladies special bus: মহিলাদের বাসযাত্রা আরও নিরাপদ, কলকাতায় পথচলা শুরু লেডিস স্পেশ্যালের

লেডিস স্পেশ্যাল লোকাল ট্রেন চালায় রেল। সেই ধাঁচেই চাকুরিজীবী মহিলাদের জন্য লেডিস স্পেশ্যাল বাস চালানোর কথা ঘোষণা করেছিল রাজ্য পরিবহণ দফতর। সেইমতোই আজ মঙ্গলবার থেকে চালু হয়ে গেল লেডিস স্পেশ্যাল বাস। হাওড়া থেকে এই বাসের উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। দফতরের এমন উদ্যোগে খুশি মহিলা যাত্রীরা। তাদের বক্তব্য, লেডিস স্পেশ্যাল বাসে তারা আরও নিরাপদ এবং সুরক্ষিতভাবে যাত্রা করতে পারেন।

আরও পড়ুন: চাকরিজীবী মহিলাদের জন্য বড় উদ্যোগ রাজ্য সরকারের, শহরে চলবে লেডিজ স্পেশাল বাস

এদিন এই বিশেষ বাস উদ্বোধন করে পরিবহণ মন্ত্রী বলেন, ‘রোজ সকাল ৯:৩০ টায় হাওড়া থেকে মহিলা স্পেশ্যাল বাস চলবে বালিগঞ্জের উদ্দেশ্যে। বাসটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছাবে। বিকেল ৫:৩০ টায় বাসটি আবার বালিগঞ্জ থেকে একই রুটে হাওড়ার উদ্দেশ্যে আসবে। এই বাসের চালক পুরুষ থাকলেও কন্ডাক্টরও মহিলা।’ তিনি জানান, হাওড়া থেকে আপাতত ১ টি বাস চালু হলেও পরবর্তী সময়ে যাত্রীদের সংখ্যা বুঝে সংখ্যা বাড়ানো হতে পারে। 

পরিবহণ মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী সার্বিকভাবে উন্নয়নের জন্য চেষ্টা করছেন। তাঁর উদ্যোগে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই হল আমাদের লক্ষ্য। তাই মহিলাদের জন্য এই বিশেষ বাস চালু করেছি। এখন আপাতত ১টি বাস চললেও পরবর্তীকালে চাহিদা যদি বাড়ে সেক্ষেত্রে বাস বাড়ানো নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।’ তিনি আরও জানান, হাওড়ায় এই বাস স্ট্যান্ডের যে টিকিট কাউন্টার রয়েছে সেটি কিছুদিনের মধ্যেই সংস্কার করা হবে।

মহিলাদের জন্য বিশেষ বাস চালু হওয়ায় খুশি যাত্রীরা। শম্পা মিত্র নামে এক যাত্রী বলেন, ‘সাধারণ বাসে ভিড় হলে পুরুষের মাঝে টিকিট কাটতে অনেক সমস্যা হয়। তাছাড়া নিরাপত্তা বিষয়টিও রয়েছে। এই বাসে আমাদের খুবই সুবিধা হবে।’ উল্লেখ্য, এই ‘‌লেডিস স্পেশাল বাস’‌ চালু হলে সেটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বড় পদক্ষেপ। ইতিমধ্যেই রাজ্যে মহিলাদের জন্য একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে একাধিক সামাজিক প্রকল্প করা হয়েছে। এবার তার সঙ্গে ‘‌লেডিস স্পেশ্যাল বাস’‌ যুক্ত হলে মহিলাদের জন্য বড় সুখবর হয়ে উঠবে।