জঙ্গি হাবিবুল্লারহের সঙ্গে যোগ! সন্দেহে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার যুবক

কাঁকসা থেকে ধৃত জঙ্গি হাবিবুল্লাহের দেওয়া তথ্যের ভিত্তিতে হাওড়া স্টেশন থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। হারেজ শেষ নামে ওই ব্যক্তিও বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। ধৃতকে মঙ্গলবার দুর্গাপুর আদালতে পেশ করে পুলিশ।

আরও পড়ুন – দিঘা উন্নয়ন পর্ষদে কারও গা টিপছে, কারও পা!… অফিসারদের জন্য CID ভিজিল্যান্স, কড়া মমতা

পড়তে থাকুন – ধমক খেলেন মন্ত্রী আর সরানো হল রাজ্য়ের দুই সচিবকে, যাদবপুরের জমি দখলের খবরও দিদির কাছে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত হারেজের বাড়ি নবদ্বীপে। কাঁকসার ধৃত জঙ্গি হাবিবুল্লার সঙ্গে যোগাযোগ ছিল তার। ধৃত বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শাখা সংগঠন শাহাদত – এর (আত্মবলিদান) যুক্ত বলে মনে করছেন না।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রী এটা অন্তত ভালো কাজ করেছেন, ‘নবান্ন- ধমকে’ খুশি বিজেপি নেতাও!

গত শনিবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকার পানাগড়ের মিরেপাড়া থেকে হাবিবুল্লাকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। তার কাছ থেকে বিভিন্ন চরমপন্থী সংগঠনের নথি উদ্ধার হয়। তদন্তে জানা যায়, বিশ্বের নানা দেশের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল হাবিবুল্লহের। জঙ্গি সংগঠনে সে ক্যাডার নিয়োগ করত সে। স্থানীয় কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্রের এহেন কার্যকলাপে হতবাক স্থানীয় বাসিন্দারা।