অফিসেই হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু, সিসি ক্যামেরায় ধরা পড়লো হৃদয় বিদারক দৃশ্য

অন্য সব দিনের মতোই অফিসে আসেন রাজেশ। নিয়মিত কাজ-কর্মও করেন। তবে হঠাৎ চেয়ার থেকে লুটিয়ে নিচে পড়ে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা তাকে খোলা জায়গায় নিয়ে যান। চোখে-মুখে পানি ছিটিয়ে দেন। এমনকি তাকে সিপিআর দেয়ার চেষ্টা পর্যন্ত করেন। এত কিছুর পরও তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয়। তবে সেখানেও শেষ রক্ষা হয়নি।

এইচডিএফসি ব্যাংকের উত্তরপ্রদেশের মাহোবার শাখায় এই ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরা রেকর্ড হওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভারতীয়দের মধ্যে ক্রমবর্ধমান হৃদরোগের বিষয়টি আবারও সামনে আসে। এ নিয়ে ভারতজুড়ে উদ্বেগ বাড়ছে বলেও জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, মৃত রাজেশ কুমার শিন্দের বয়স ৩০ বছর। তিনি ওই ব্যাংকের শাখা কৃষি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৯ জুনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাজেশ তার নিজের ডেস্কে ল্যাপটপে কাজ করছেন। হঠাৎ তিনি চেয়ার থেকে নিচে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে তার পাশের সহকর্মীরা অন্যদের সতর্ক করেন; তাকে ডেস্ক থেকে সরিয়ে খোলা জায়গায় নিয়ে যান। তার চোখে-মুখে পানি ছিটিয়ে দেয় এবং এমনকি তিনি যেন ভালো বোধ করেন, সে জন্য তাকে সিপিআর দেয়ার চেষ্টা করেন। তবে তার অবস্থার অবনতি হলে তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তিনি শেষ পর্যন্ত মারাই যান।

প্রসঙ্গত, কেউ অসুস্থ হয়ে জ্ঞান হারালে, তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেলে বা শ্বাস-প্রশ্বাস চালু না থাকলে, সেই ব্যক্তিকে সিপিআর দিতে হয়। এর মাধ্যমে ওই ব্যক্তির ফুসফুসে অক্সিজেন দেওয়া হয়।

বিবিসির প্রতিবেদনে এই সম্পর্কে বলা হয়েছে, বিভিন্ন নাটক বা সিনেমায় দেখা যায় কোনো অচেতন ব্যক্তির বুকের ওপর দুহাত রেখে বারবার চাপপ্রয়োগ করা হচ্ছে এবং তার মুখে শ্বাস দেয়া হচ্ছে, যার ফলে ওই ব্যক্তির জ্ঞান ফিরে আসছে। এটাকেই সিপিআর বলা হয়ে থাকে।



বাঁধন/সিইচা/সাএ