মুখ্যমন্ত্রীর ধমকে শান্তি ফিরতে চলেছে শান্তিপুরে, জলকষ্ট মেটাতে ৭৫ কোটির ডিপিআর

সোজা পথে কিছুতেই কাজ হচ্ছিল না। কিন্তু নবান্নে প্রশাসনিক বৈঠকে রাজ্যের নানা পুরসভার নাগরিক পরিষেবায় খারাপ পারফরম্যান্স নিয়ে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প নেওয়া হয়েছে। সেখানে সব থেকে পিছিয়ে রয়েছে শান্তিপুর পুরসভা। তাই জুটেছে কড়া ধমক। তারপরই প্রায় ৭৫ কোটি টাকার ডিপিআর তৈরি করে পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠিয়েছে শান্তিপুর পুরসভা। এই কাজ সম্পন্ন হলে নতুন জলের সংযোগ পাবেন ২১ হাজারের বেশি পরিবারের সদস্যরা। মিটবে জলকষ্ট এবং শান্তিপুরে ফিরবে শান্তি। এবার দ্রুত জল পৌঁছে দিতে কাজ শুরু করতে চাইছে শান্তিপুর পুরসভা।

এই শান্তিপুরে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয় ২০১৭ সালে। তখন ৬০০০ পরিবার তা পেয়েছিল। তারপর সাড়ে ৬ বছরে আরও ২১ হাজার পরিবারকে পানীয় জলের সংযোগ দেওয়া হয়। কিন্তু সংখ্যা বাড়লেও ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্ষমতা, ওভারহেড রিজার্ভার এবং বুস্টার পাম্পের সংখ্যা একই থেকে গিয়েছে। তার জেরে নানা ওয়ার্ডে সারাদিন কল খুলে রাখলেও জল পড়ছে না। এই বিষয়ে অভিযোগ তুলেছেন ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এখানকার বাসিন্দারা একবেলাও ভাল করে জল পান না বলে অভিযোগ। তাই মঙ্গলবার জলের কলের সামনে বালতি রেখে মহিলারা বিক্ষোভ দেখান।

আরও পড়ুন:‌ বসিরহাটের সাংসদ হাজি নুরুলের বিরুদ্ধে মামলা, কলকাতা হাইকোর্টে বিজেপির রেখা

কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর পান এলাকার কিছু বাসিন্দাদের কাছ থেকে। তারপরই শান্তিপুর পুরসভাকে ভর্ৎসনা করেন তিনি। তারপরই স্থানীয় বাসিন্দা নয়নতারা মজুমদার, বাসনা শীল, সীমা দেবনাথরা অভিযোগ করেন, বাড়িতে জলের সংযোগের জন্য শান্তিপুর পুরসভাকে প্রায় ১৬ হাজার টাকা দেওয়া হয়েছিল। আগে ঠিকঠাক জল মিলত। কিন্তু চার মাস ধরে জল পাওয়া যাচ্ছে না। বরং এই পরিষেবা বন্ধ রয়েছে। শান্তিপুর পুরসভার দাবি, কয়েকটি ওয়ার্ডে জলের সরবরাহ বাড়াতে নতুন পাইপলাইন বসাতে হবে। ওয়ার্ডগুলি রেললাইনের ধারে হওয়ায় রেলের এনওসি দরকার। কিন্তু তা পাওয়া যাচ্ছে না।

এসব সমস্যার কথা মানুষজন শুনতে নারাজ। জলের মতো পরিষেবা বন্ধ এটা জানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই মুখ্যমন্ত্রী কড়া ধমক দেন। সেটা শোনার পর পুরবোর্ড এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। তিনি বলেন, ‘‌মুখ্যমন্ত্রী ভুল ধরিয়ে দিয়েছেন। তাই দ্রুত শান্তিপুরে জলের সমস্যা মেটানোর কাজ চলছে। একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।’‌ এই মন্তব্য এবং উদ্যোগ যে মুখ্যমন্ত্রীর ধমকের ফসল তা সহজেই অনুমেয়। এখন শান্তিপুর পুরসভা নতুন চারটি বুস্টিং পাম্প বসানোর পরিকল্পনা করছে। ওভারহেড রিজার্ভারের সংখ্যা বাড়াতে উদ্যোগ নিচ্ছে। তিনটি নতুন বড় রিজার্ভার বসাতে চলেছে। এমনকী পুরনো দু’টি রিজার্ভার সংস্কার করা হবে। যাতে জলধারণ বেশি হয়। আর ২১ হাজার ২৫৪টি পরিবারকে নতুন জলের সংযোগ দিতে ৭৫ কোটি ১৭ লক্ষ টাকার ডিপিআর নবান্নে পাঠিয়েছে শান্তিপুর পুরসভা।