২০ জুলাই থেকে বন্ধ হয়ে যাবে বেশ কিছু Paytm Wallet!

২০ জুলাই থেকে বাজবে বিপদ ঘন্টা। একের পর এক ইউজারের পেটিএম ওয়ালেট বন্ধ করে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে আপনার ওয়ালেট অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তবে অ্যাকাউন্ট বন্ধের আগে গ্রাহকদের কিছু সময় দিয়েছে সংস্থাটি। পেটিএম-এর নির্দেশ মেনে গ্রাহকেরা যদি ৩০ দিনের মধ্যে কাজ করেন, তাহলে আর তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে না বলেই জানানো হয়েছে।

কোন ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে

পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক জানিয়েছে, যে পেমেন্টস ব্যাঙ্ক ওয়ালেট ইউজারদের অ্যাকাউন্টগুলি এক বছর ধরে সক্রিয় নেই এবং শূন্য ব্যালেন্স রয়েছে, তাঁদের অ্যাকাউন্টগুলি ২০ জুলাই থেকে বন্ধ করে দেওয়া যাবে। তবে, অ্যাকাউন্ট বন্ধ করার আগে, কোম্পানির তরফে এই ধরনের ব্যবহারকারীদের ৩০ দিনের সময় দিয়ে একটি নোটিশ পাঠানো হবে, যাতে তাঁরা নিজেদের ওয়ালেটে সময়ের আগেই সক্রিয় করে নিতে পারেন। প্রতিষ্ঠানটি ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্যও শেয়ার করেছে।

পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে কীভাবে অ্যাকাউন্ট বন্ধ করা থেকে আটকানো যায়

যদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকে, আপনি এটি প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করেননি, তাহলে আপনি অ্যাকাউন্টটি বন্ধ হওয়া প্রতিরোধ করতে নিম্নলিখিত যে কোনও একটি কাজ করতে পারেন:

১) নমিনি ফেসিলিটি কাজে লাগান।

২) ব্যালেন্স চেক করুন।

৩) নেট ব্যাঙ্কিং করুন।

৪) এটিএম লেনদেন করুন।

পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় কীভাবে করবেন

ওয়ালেট পুনরায় সক্রিয় করতে, এই লিঙ্কে ক্লিক করুন: https://m.paytm.me/cb_wal। এছাড়াও, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে ওয়ালেট পুনরায় সক্রিয় করতে পারেন:

১) পেটিএম অ্যাপ খুলুন এবং পিপিবিএল বিভাগে যান।

২) ‘ওয়ালেট’ আইকনে ক্লিক করুন।

৩) ‘ইওর ওয়ালেট অ্যাক্টিভেটেড’- মেসেজ ভেসে উঠবে।

৪) ‘অ্যাক্টিভেট ওয়ালেট’-এ ক্লিক করে, ওয়ালেট পুনরায় সক্রিয় করতে প্রম্পটগুলি অনুসরণ করুন।

পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে বন্ধ করবেন

১) অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ করতে, ‘সেন্ড আস এ মেসেজ’ বক্সে ক্লিক করুন।

২) অনুরোধ পাওয়ার পর, পিপিবিএল টিম অ্যাকাউন্ট বন্ধ করার কারণ নিশ্চিত করার জন্য যোগাযোগ করবে।

৩) এই যাচাইকরণ কলের পরে, অ্যাকাউন্ট বন্ধ করার লিঙ্ক সহ পেটিএম রেজিটার্ড নম্বরে একটি বার্তা পাবেন।

৪) এরপরই অ্যাকাউন্ট মুছে ফেলা বা বন্ধ করার অনুরোধ নিশ্চিত করতে বার্তায় পাঠানো লিঙ্কটিতে ক্লিক করুন।

লোকসান মেটাতে বিক্রির পথে হাঁটছে পেটিএম

একদিকে, লাফিয়ে নামছে পেটিএম-এর শেয়ার। তার উপর আবার অনেক সিনিয়র কর্মীরা কোম্পানি থেকে পদত্যাগ করে বেরিয়ে এসেছেন। লোকসান মেটাতে একের পর এক কর্মী ছাঁটাইও করেছে কোম্পানিটি। সব মিলিয়ে, একের পর এক সমস্যায় নাজেহাল পেটিএম।

আরও পড়ুন: (আদানি, আম্বানিরা ম্লান NVIDIA মালিকের টাকার কাছে! কী এমন কাজ করে এই সংস্থা?)

সম্প্রতি জানা গিয়েছিল যে পেটিএম তার সিনেমা এবং ইভেন্ট টিকিটিং ব্যবসা বিক্রি করবে। এর জন্য ফুড চেইন কোম্পানি জোমাটোর সঙ্গে নাকি কথাও বলা হয়ে গিয়েছে। জোম্যাটোও বিষয়টি নিশ্চিত করেছে ইতিমধ্যেই। এবার শুধু চুক্তি চূড়ান্ত হওয়ার পালা। মূলত লোকসান কমিয়ে মোটা টাকার তহবিল সংগ্রহ করার জন্যই কোম্পানি তার তার নন-কোর সম্পদ বিক্রি করার পথে হাঁটছে। খবর অনুযায়ী, জোম্যাটো ও পেটিএম-এর এই চুক্তি চূড়ান্ত হলে কোম্পানি ২০০০ কোটি টাকা পেতে পারে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপাতত পেটিএম-এর পেমেন্ট ব্যাঙ্ক নিষিদ্ধই রেখেছে। মার্চ মাসে সংস্থাকে রিজার্ভ ব্যাঙ্ক বলেছিল যে ১৫ মার্চের পরে কোনও নতুন অ্যাকাউন্ট খোলা হবে না বা ওয়ালেটে নতুন টাকার পরিমাণও যোগ করা যাবে না। আর যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টএ টাকা থাকবে, তাঁরা, তবে এটি অন্য ব্যাঙ্কে স্থানান্তর করে নিতে পারবেন। গ্রাহকদের টাকার উপর কোন প্রভাব পড়বে না এবং তাঁরা আগের মতোই এটি ব্যবহার করতে থাকবে।