Birati lynching: চলন্ত ট্রেনে বাজারের ব্যাগে ৭ মাসের শিশু, মহিলাকে গণধোলাই বিরাটি স্টেশনে

শিশুচুরির গুজবকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনায়। লোকাল ট্রেনে বাজারের ব্যাগের ভিতর শিশু নিয়ে যাওয়ার সময় এক মহিলাকে শিশুচোর সন্দেহে পাকড়াও করলেন সহযাত্রীরা। বুধবার সকালে বিরাটি স্টেশনে এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিশ ও GRP.

আরও পড়ুন – জঙ্গি হাবিবুল্লারহের সঙ্গে যোগ! সন্দেহে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার যুবক

পড়তে থাকুন – খড়গপুরে প্রকাশ্যে চলল গুলি, পার্টি অফিসের পাশেই গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

 

বুধবার সকালে দত্তপুকুর লোকাল বিরাটি স্টেশনে পৌঁছলে ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা কামরার যাত্রীরা। তাঁরা জানান, ট্রেনে এক মহিলার ব্যাগে করে একটি ৭ – ৮ মাসের শিশুকে নিয়ে যাচ্ছেন। ব্যাগটি রাখা ছিল সিটের নীচে। ওই মহিলা শিশুচুরিতে যুক্ত বলে দাবি করতে থাকেন যাত্রীরা। দাঁড়িয়ে পড়ে ট্রেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় GRP. পৌঁছন নিমতা থানার পুলিশ আধিকারিকরা। ততক্ষণে বিক্ষোভ চরমে পৌঁছেছে। অভিযুক্ত মহিলা দাবি করেন, শিশুটির মা তিনিই। যদিও তা মানতে রাজি ছিলেন না অন্যান্য যাত্রীরা।

আরও পড়ুন – ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বধূকে দিঘা বেড়াতে যাওয়ার প্রস্তাব তৃণমূল নেতার

এক যাত্রী জানান, দত্তপুকুর থেকে ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন মহিলা। তাঁর হাতে ছিল একটা বাজারের ব্যাগ। ব্যাগে কী রয়েছে তা প্রথমে বলতে চাননি তিনি। পরে সহযাত্রীরা একপ্রকার জোর করে ব্যাগ খুলে দেখেন তার মধ্যে রয়েছে একটি শিশু। এর পরই শিশুচোর সন্দেহে ট্রেনের মধ্যে মহিলাকে গণধোলাই দেন অন্যান্য যাত্রীরা। ট্রেন বিরাটি স্টেশনে ঢুকলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে শিশুটি মহিলারই কি না সেব্যাপারে এখনও কিছু জানায়নি পুলিশ। কেন তিনি বাজারের ব্যাগে শিশুটিকে নিয়ে যাচ্ছিলেন তার সদুত্তরও মেলেনি।