Siliguri illegal construction: শিলিগুড়িতে বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া পুরসভা, মমতার নির্দেশ মানতে তৎপর মেয়র

শিলিগুড়ি শহরে একের পর এক গজিয়ে উঠছে অবৈধ নির্মাণ। এই অভিযোগ দীর্ঘদিনের। বেআইনি নির্মাণ রুখতে পুরসভা অভিযানও চালাচ্ছে। কিন্তু, শহরের বুকে যেভাবে অবৈধ নির্মাণ গড়ে উঠছে তাতে সোমবার প্রশাসনিক বৈঠকে শিলিগুড়ি পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরে বেআইনি নির্মাণ রুখতে আরও তৎপর হলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। তিনি ঘোষণা করেছেন কোনওভাবেই বেআইনি মেনে নেওয়া হবে না। কাউকে রেয়াত দেওয়া হবে না।

আরও পড়ুন: একের পর এক বিতর্ক, এবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদে হবে রদবদল?

শিলিগুড়ি শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ করে বর্ধমান রোড, বিধান মার্কেট, এস এফ রোড, হংকং মার্কেট প্রভৃতি এলাকায় অবৈধ বাড়ি গড়ে তোলার অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে আগেও পদক্ষেপ করেছে শিলিগুড়ি পুরসভা । কিন্তু, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তৃণমূলের নেতারা অবৈধ নির্মাণ করে চলেছেন। আর সেই নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে পুর কর্মীদের। তবে প্রতি সপ্তাহেই ৪৭ টি ওয়ার্ডের কোনও না কোনও জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলছে শিলিগুড়ি পুরসভা। 

আরও দেখা যাচ্ছে, শহরের প্রধান রাস্তাগুলির উপরে প্রধান বেআইনি বাণিজ্যিক বহুতল তৈরি হওয়ার ফলে যানজটের সমস্যা হচ্ছে। কারণ অনেক ক্ষেত্রেই পার্কিংয়ের জন্য কোনও ব্যবস্থা করা হচ্ছে না। অথচ কত শতাংশ জায়গা পার্কিংয়ের জন্য ফাঁকা রাখতে হবে সেই নিয়ম রয়েছে। কিন্তু, সেই নিয়ম না মেনে শহরের বুকে একের পর এক গজিয়ে উঠছে বেআইনি বহুতল। শুধু তাই নয় পার্কিংয়ের যে জায়গা সেটি দোকান তৈরির জন্য বিক্রি করা হচ্ছে। ফলে গাড়ি পার্কিংয়ের সমস্যা হচ্ছে। আর তাতে রাস্তায় বাড়ছে যানজট।

শুধু তাই নয়, বন বিভাগের জমি দখল করেও নির্মাণের অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে ফেরার পর শিলিগুড়ির মেয়র কমিশনার সহ নির্মাণ বিভাগের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, ৪০ বছরে যা হয়নি দু বছরে তিনি করতে পেরেছেন। তিনি আরও জানান, যে বড় বড় বেআইনি বাণিজ্যিক নির্মাণ, পার্কিংয়ের জায়গায় দোকান বা বিল্ডিংয়ের ছাদে রেস্তোরাঁ, পানশালা কোনও বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই দ্রুত গতিতে কাজ করা হবে। একইসঙ্গে যারা অবৈধ নির্মাণ করছে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন। এ প্রসঙ্গে মেয়রকে আক্রমণ করে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আসলে পুরসভা একটি বড় ভেঙে ১০০ টি অবৈধ নির্মাণ দাঁড় করানোর পরিকল্পনা রয়েছে।