202 Local Trains Cancelled in Howrah: আন্দুলে কাজের জন্য ২০২ লোকাল ট্রেন বাতিল! চলবে না এক্সপ্রেসও, কোনটা? রইল তালিকা

আন্দুল স্টেশনে কাজের জন্য ২০২টি লোকাল ট্রেন বাতিল করে দিচ্ছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। সেইসঙ্গে বাতিল করা হচ্ছে কয়েকটি এক্সপ্রেস ট্রেনও। কয়েকটি ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। একগুচ্ছ ট্রেনের সূচিও পালটানো হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে আন্দুল স্টেশনের সঙ্গে সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইনের সংযোগের জন্য আন্দুল স্টেশনে কাজ চলবে। সেজন্য আগামী ২৯ জুন থেকে আগামী ৫-৬ জুলাই পর্যন্ত মোট ২০২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। কয়েক জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। যে স্টেশন থেকে ছাড়বে, সেখান থেকে ২০টি ট্রেনের ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। অন্য রুট দিয়ে ঘুরে যাবে কয়েকটি ট্রেন।

২৯ জুন কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?

১) 38801

২) 38806

৩০ জুন কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকছে?

১) 38705

২) 38714

৩) 38805

৪) 38812

৫) 38803

৬) 38810

১ জুলাই কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?

38801/38806, 38703/38708, 38705/38714, 08069/08070, 38805/38812, 38403/38418, 38301/38410

১/২ জুলাই কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকছে?

38455 (JCO 01.07.24), 38703, 38803, 38705, 38402, 38304, 38306, 38412, 38408,38410, 38406, 38704, 38706, 38302/38321 (15).

২/৩ জুলাই কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?

38302/38321, 38402/38455, 38404/38453, 38702/38705, 38801/38806, 38703/38708, 38803/38810, 38705/38714।

৪ জুলাই কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকছে?

38321(যাত্রা শুরুর তারিখ ৩ জুলাই)/38302, 38455(JCO 03.07.24)/38402, 38801/38806, 38803/38810, 38051/38054, 38705/38714, 38805/38812, 08069/08070।

আরও পড়ুন: IRCTC Train Ticket Booking: IRCTC থেকে অন্যের ট্রেনের টিকিট কাটা যাবে না? পদবি আলাদা হলেই বিপদ? মুখ খুলল রেল

৫ জুলাই কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?

38830 (যাত্রা শুরুর তারিখ ৪ জুলাই), 38302/38341, 38404/38455(JCO 04.07.24), 38306/38403, 38408/ 38405, 38414/38411, 38403/38418, 38405/38422, 38103/38104, 38412/38409/38426, 38308/38809/38816, 38703, 38303, 38409, 38105, 38417, 38421, 38713, 38715, 38717, 38435, 38443, 38445, 38449, 38313, 38451, 38319, 38909, 38911, 38917, 38031, 38414, 38708, 38712, 38104, 38418, 38106, 38312, 38426, 38434, 38436, 38722, 38724, 38450, 38456, 38914, 38916, 38922, 38032, 38036।

৫/৬ জুলাই কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?

38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38321(যাত্রা শুরুর তারিখ ৬ জুলাই), 38455, 08144, 38309, 38302, 38402, 38404, 38304, 38702, 38406, 38704, 38410, 38802, 38706, 38803, 38705, 38805, 38301, 38807, 38405, 38051. 38810, 38812, 38814, 38104, 38054।

কোন কোন এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে? 

১) ১২৮৫৭/১২৮৫৮ হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রস: ৩০ জুন, ১ জুলাই, ২ জুলাই এবং ৬ জুলাই যে ট্রেনগুলির যাত্রা শুরু করার কথা ছিল, সেগুলি বাতিল করে দেওয়া হয়েছে।  

২) হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস: ৩০ জুন, ১ জুলাই, ২ জুলাই এবং ৬ জুলাইয়ে যাত্রা শুরু করার কথা ছিল যে ট্রেনগুলির, সেগুলি বাতিল থাকবে।

৩) ১২৮৮৩/১২৮৮৪ সাঁতরাগাছি-পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস: ৩০ জুন, ১ জুলাই, ২ জুলাই এবং ৬ জুলাই যে ট্রেনগুলির যাত্রা শুরু করবে বলে ঠিক ছিল সেগুলি বাতিল করা হয়েছে।

৪) ১২৮৭১/২২৮৩২ হাওড়া-টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস এবং কাঁটাবঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস: ৬ জুলাই বাতিল করা হয়েছে।

৫) ১৮০০৬/১৮০০৫ জগদলপুর-হাওড়া-জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস: জগদলপুর থেকে ছাড়া ট্রেন বাতিল থাকবে ৫ জুলাই। আর ৬ জুলাই বাতিল থাকবে হাওড়া থেকে ছাড়া ট্রেন।

৬) ১৮০১১-১৮০১৩/১৮০১২-১৮০১৪ হাওড়া-চক্রধরপুর-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস: ৫ জুলাই এবং ৬ জুলাই।

৭) ২২৮০৪/২২৮০৩ সম্বলপুর-শালিমার-সম্বলপুর এক্সপ্রেস: ২২৮০৩ বাতিল থাকবে ৬ জুলাই। ৫ জুলাই বাতিল থাকবে ২২৮০৪।

আরও পড়ুন: Victoria Metro Station Construction: ভিক্টোরিয়া মেট্রো স্টেশন আসছে এবার! তৈরি হচ্ছে ‘ডি’ ওয়াল, মাটির কত নীচে নামবেন?

কোন ট্রেনের সময় পালটানো হল? কোন কোন ট্রেনের রুট পালটাচ্ছে?

আরও পড়ুন: 6 Rules Changing from July 2024: নয়া আইন, ডেবিট কার্ডের নতুন নিয়ম, ওয়ালেট বন্ধ- জুলাই থেকে কোন ৬ বিষয় পালটে যাবে?