CAB News: টিকিট বণ্টন নিয়ে অডিটরের প্রশ্নের মুখে সিএবি। ABP Ananda Live

<p>Sports News: টিকিট বণ্টন নিয়ে অডিটরের প্রশ্নের মুখে সিএবি। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে হাজির রাজ্যের মুখ্য অডিটর জেনারেল। বিভিন্ন ম্যাচে সিএবির টিকিট বণ্টন নিয়ে প্রশ্ন। ‘কেন সভাপতির আলাদা কোটা? কেন টিকিট কিনে ক্লাবকে বণ্টন?’ একাধিক বিষয়ে সিএবিকে প্রশ্ন মুখ্য অডিটর জেনারেলের: সূত্র। যা জানতে চেয়েছিলেন, সব জানানো হয়েছে: সিএবি সভাপতি। ‘রাজভবনের (Rajbhavan)সামনে ৪ ঘণ্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী। ‘রবিবার সকাল ১০ থেকে ৪ ঘণ্টার জন্য অবস্থানে বসতে পারেন শুভেন্দু’, কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। শনিবার ধর্নায় বসতে চান, সওয়াল বিরোধী দলনেতার আইনজীবীর। ৭ জুলাই অনুমতি দেওয়া যেতে পারে, বললেন বিচারপতি অমৃতা সিন্হা। রাজ্যের থেকে নির্দেশিকা নিয়ে আদালতকে জানাব, বললেন এজি কিশোর দত্ত। ABP Ananda Live&nbsp;</p>