Cancelled Local Trains in Sealdah: শনি-রবিতে ৪৪ লোকাল ট্রেন বাতিল শিয়ালদায়, সময়-সহ লিস্ট রইল, কোনগুলি পুরো চলবে না?

শনিবার এবং রবিবার শিয়ালদা শাখায় ৪৪টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনের দমদম-বারাসত শাখায় মধ্যমগ্রাম এবং বিরাটের মধ্যে ব্রিজের কাজ চলবে। সেজন্য ডাউন লাইনে শনিবার রাত ১০ টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। আপ লাইনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে শনিবার রাত ১০ টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৮ টা ৩০ মিনিটের মধ্যে। তার জেরে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদা লাইনে কমপক্ষে ৪৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

শনিবার বনগাঁ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

১) ডাউন ৩৩৮৫৬: রাত ৯ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

২) ডাউন ৩৩৮৬০: রাত ১০ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৩) আপ ৩৩৮৬১: রাত ১১ টায় শিয়ালদা থেকে ছাড়ে।

৪) আপ ৩৩৮৬৩: রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

শনিবার হাসনাবাদ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

১) ডাউন ৩৩৫৩৮: রাত ৯ টা ২৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

২) আপ ৩৩৫৩৩: রাত ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

আরও পড়ুন: IRCTC Train Ticket Booking: IRCTC থেকে অন্যের ট্রেনের টিকিট কাটা যাবে না? পদবি আলাদা হলেই বিপদ? মুখ খুলল রেল

রবিবার হাসনাবাদ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) ডাউন ৩৩৫১২: রাত ৩ টে ৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

২) আপ ৩৩৫১৩: সকাল ৬ টা ১২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার বনগাঁ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

১) ডাউন ৩৩৮১২: রাত ২ টো ৫৮ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

২) ডাউন ৩৩৮১৪: ভোর ৪ টে ২৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৩) ডাউন ৩৩৮১৮: ভোর ৫ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৪) ডাউন ৩৩৮২০: সকাল ৬ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৫) আপ ৩৩৮১১: রাত ৩ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৬) আপ ৩৩৮১৩: ভোর ৪ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৭) আপ ৩৩৮১৫: ভোর ৪ টে ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৮) আপ ৩৩৮১৭: ভোর ৫ টা ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার দত্তপুকুর-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ডাউন ৩৩৬১২: ভোর ৫ টা ৪২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

২) ডাউন ৩৩৬১৬: সকাল ৭ টা ৩২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

৩) ডাউন ৩৩৬১৮: সকাল ৮ টা ৪৫ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

৪) ডাউন ৩৩৬২০: সকাল ৯ টা ৪৩ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

৫) আপ ৩৩৬১৩: সকাল ৭ টা ২৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৬) আপ ৩৩৬১৫: সকাল ৮ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) ডাউন ৩৪৯২৪: বেলা ১২ টা ৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

২) আপ ৩৪৯২৩: দুপুর ১ টা ৩৫ মিনিটে নামখানা থেকে ছাড়ে।

আরও পড়ুন: Jio Recharge Plans Tariff Hike: রিচার্জ প্ল্যানের দাম অনেকটা বাড়াল Jio, খরচ বাড়বে ৮৭০ টাকা! কোনটায় কত খরচ হবে?

রবিবার মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ডাউন ৩০৭১২: সকাল ৯ টা ৪০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।

২) আপ ৩০৭১১: দুপুর ২ টো ৩৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

রবিবার বনগাঁ-মাঝেরহাট শাখায় কোন ট্রেন বাতিল থাকবে?

১) ডাউন ৩০৩৪২: সকাল ৬ টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

রবিবার হাবরা-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ডাউন ৩৩৬৫২: সকাল ৬ টা ৩৭ মিনিটে হাবরা থেকে ছাড়ে।

২) আপ ৩৩৬৫১: ভোর ৪ টে ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩০১৪৫: সকাল ৮ টা ১০ মিনিটে বিবাদী বাগ থেকে ছাড়ে।

রবিবার শাখায় মাঝেরহাট-বারাসত কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩০৩৫১: সকাল ১০ টা ২০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।

রবিবার মাঝেরহাট-মাধ্যমগ্রাম শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩০৩৫৭: সকাল ৯ টায় মাঝেরহাট থেকে ছাড়ে।

২) ডাউন ৩০৩৫৮: সকাল ১০ টা ৩৫ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছাড়ে।

রবিবার বারাসত-বনগাঁ শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩৩৬১: সকাল ৭ টা ৫৪ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

রবিবার বারাসত-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) ডাউন ৩৩৪৩২: ভোর ৫ টা ১৬ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

২) ডাউন ৩৩৪৩৪: সকাল ৮ টা ১৫ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

৩) আপ ৩৩৪৩১: সকাল ৮ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৪) আপ ৩৩৪৩৫: সকাল ১০ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৫) আপ ৩৩৪৩৯: সকাল ১০ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার বারাসত-দত্তপুকুর শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩৩৫৭: সকাল ৭ টা ২ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

আরও পড়ুন: Small Savings Schemes Interest Rate: সুদ বাড়ল PPF, সুকন্যা, সিনিয়র সিটিজেন-সহ পোস্ট অফিসের স্কিমে? রইল নয়া তালিকা