Jagdeep Dhankhar: রাজ্যপালকে বোঝান, শপথ সমস্যা নিয়ে উপরাষ্ট্রপতি ধখড়কে আবেদন বিধানসভার স্পিকারের

শপথ সমস্যা কাটাতে এবার রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের দ্বারস্থ হলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে উপরাষ্ট্রপতি বিমানবাবুকে ফোন করেছিলেন বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। সেখানেই ধনখড়কে সমস্যা সমাধানে উদ্যোগী হতে অনুরোধ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন – রাজভবনের সামনে শুভেন্দুর ধরনা কবে?‌ তারিখ নিয়ে মতবিরোধে এখন বিশ বাঁও জলে

পড়তে থাকুন – সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ বাংলার মুখ্যমন্ত্রীর, শহরের বুকে বৈঠক হবে?

 

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিমানবাবুকে ফোন করেন ধনখড়। শপথ নিয়ে কী সমস্যা হয়েছে তা জানতে চান তিনি। তখন বিমানবাবু বলেন, রাজ্যপাল ২ জন জয়ী তৃণমূল প্রার্থীকে রাজভবনে গিয়ে শপথ নিতে নির্দেশ দিয়েছেন। কিন্তু তারা রাজভবনে যেতে রাজি নন। তারা বিধানসভাতেই শপথ নিতে চান। আপনি রাজ্যপালকে বুঝিয়ে বলুন উনি যেন স্পিকার বা ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করানোর অনুমতি দেন। সঙ্গে বিমানবাবু এও বলেন, আপনি রাজ্যপাল থাকাকালীন এরকম একটি জটিলতা হয়েছিল। তখন আপনি বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ পাঠ করিয়েছিলেন। এব্যাপারে উপরাষ্ট্রপতি স্পিকারকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন – নির্বাচিত বোর্ড না থাকা পুরসভা নিয়ে ফিরহাদকে নির্দেশ মমতার, পুরভোট কি আরও পরে!

গত ৪ জুন লোকসভা নির্বাচনের সঙ্গে প্রকাশিত হয়েছে বরাহনগর ও ভগবানগোলা বিধানসভা উপ নির্বাচনের ভোটের ফল। বরাহনগরে জয়ী হন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলায় জয়ী হন তৃণমূল প্রার্থী রায়াত হোসেন। তার কয়েকদিন পর থেকেই শুরু হয় তাঁদের শপথ নিয়ে টানাটানি। রাজভবনের তরফে জয়ী তৃণমূল প্রার্থীদের চিঠি দিয়ে জানানো হয় শপথ নিতে হবে রাজভবনে। শপথ পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সেই শপথগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু রাজভবনে যাননি ২ জনের কেউ। বদলে রাজ্যপালকে চিঠি দিয়ে তারা বিধানসভায় স্পিকারের কাছে শপথগ্রহণের ইচ্ছাপ্রকাশ করেন। এরই মধ্যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, রাজভবনে যে কাণ্ড কারখানা চলছে তাতে মেয়েরা সেখানে যেতে ভয় পাচ্ছে। এতে আরও জটিল হয়ে ওঠে পরিস্থিতি।