Jefferies Report: ভারতে প্রত্যেক বিয়েতে গড়ে কত খরচ হয়? অঙ্কটা সারা জীবনে পড়াশোনার খরচের দ্বিগুণ! বলছে রিপোর্ট

বিয়েতে প্রচুর খরচ করা, ভারতের পুরনো রীতি। কেউ কেউ নিজেদের আভিজাত্য দেখাতে গিয়ে বিয়েতে অনেক খরচ করে বসেন। এ কারণেই ভারতে বিয়ের বাজার সবসময় চড়া। সম্প্রতি, গ্লোবাল ইনভেস্টমেন্ট ফার্ম জেফারিজও এ বিষয়ে একটি সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষারই রিপোর্ট অনুযায়ী, ভারতে বিয়ের বাজার ১৩০ বিলিয়ন ডলার অর্থাৎ ১০.৯ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এটি যদিও চিনের তুলনায় কম হলেও, আমেরিকার প্রায় দ্বিগুণ।

ভারতীয় বিয়েতে গড়ে ১২.৫ লক্ষ টাকা খরচ হয়

বলা হয়েছে , খাবার ও মুদির পর ভারতীয়রা সবচেয়ে বেশি খরচ করে বিয়েতে। জেফারিজ-এর মতে, ভারতে একটি বিয়েতে গড় খরচ প্রায় ১৫,০০০ মার্কিন ডলার অর্থাৎ ১২ ৫ লক্ষ টাকা। এক কথায়, ভারতীয় পরিবারগুলির বার্ষিক গড় আয় যদি ৪ লক্ষ টাকা হয়, তাহলে তাঁরা সেই আয়ের চেয়ে তিন গুণ বেশি টাকা খরচ করেন। আর মাথাপিছু আয়ের চেয়ে ৫ গুণ বেশি খরচ করা হচ্ছে বিয়েতে। এমনকি শিক্ষা খাতেও এত খরচ করে না দেশের মানুষ। দেশে প্রাক-প্রাথমিক স্তর থেকে গ্রাজুয়েশন পর্যন্ত একজনের পিছনে গড়ে যা খরচ হয়, বিয়ের তার দ্বিগুণ খরচ করা হয়। অর্থাৎ, ভারতে প্রাক-প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার গড় ব্যয় যদি ৬.৮ লক্ষ টাকা হয়, তাহলে বিয়েতে ব্যয় ব্যয় ১২.৫ লক্ষ টাকা। আর আমেরিকায় এটি ঠিক উল্টো। সে দেশে বিয়ের ব্যয় শিক্ষা ব্যয়ের অর্ধেক।

আরও পড়ুন: (Viral Video: ট্রেডমিল থেকে নামতে গিয়ে হারিয়েছিল ব্যালেন্স, জিমের জানালা থেকে পড়ে মৃত্যু যুবতীর, ভাইরাল মর্মান্তিক ভিডিয়ো)

ভারতীয় বিয়েতে কোন কোন খাতে সাধারণত কত টাকা করে খরচ হয়

প্রতি বছর ভারতে ৮০ লক্ষ থেকে এক কোটি বিয়ে হয়, যা বিশ্বের প্রায় সর্বোচ্চ। আর বিয়ের কারণে, গয়না, পোশাক, ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং এবং বিনোদনের মতো ব্যবসাগুলিও ফুলে ফেঁপে উঠেছে। জুয়েলারি শিল্পের রাজস্বের ক্ষেত্রে ৫০ শতাংশেরও বেশি আসে বিয়ের গহনা বিক্রি থেকে।

  • গয়না- ৩.৩৫ লক্ষ কোটি
  • ক্যাটারিং- ২.১৭ লক্ষ কোটি
  • ইভেন্টস- ১.৬৭ লক্ষ কোটি
  • ছবি, ভিডিয়োগ্রাফি- ১.০ লক্ষ কোটি
  • পোশাক- ৮৩,৫৭৪ কোটি
  • সাজসজ্জা- ৭৫,২১৭ কোটি
  • অন্যান্য- ১.৭৫ লক্ষ কোটি

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর ‘ভারতেই বিয়ে’ করার আহ্বান জানিয়েছিলেন। হবু দম্পতিদের বিদেশের পরিবর্তে দেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য জানিয়েছিলেন। কারণ সেলিব্রিটিদের বেশ কিছু অংশ এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরা ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বেছে নিয়েছিলেন বিদেশকেই।