কলকাতায় ফের মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, ৩ জনকে গ্রেফতার করল পুলিশ

পর পর ২ দিন, বৃহত্তর কলকাতায় মোবাইল ফোন চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল আরও ১ জনের। বউবাজারের পর এবার ঘটনা বিধাননগরের ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেনআইটের। নিহতের নাম প্রসেন মণ্ডল (২২)। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন – বিহারে প্রশ্নফাঁসে বাংলা থেকে গ্রেফতার ৩, যোগ থাকতে পারে নিট দুর্নীতিরও

পড়তে থাকুন – মনে রাখতে হবে পৃথিবীটা গোল, শপথ জটিলতা নিয়ে বিমানকেই দুষলেন শুভেন্দু

 

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরবেলায় করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে থানায় খবর যায় এক ব্যক্তি এক যুবককে মৃত অবস্থায় নিয়ে এসেছে। দেহ ও যে ব্যক্তি দেহ নিয়ে এসেছেন ২ জনকেই আটক করে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে তাকে আটক করে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে জানা যায়, শনিবার ভোরবেলায় মোবাইল চুরির অভিযোগে ওই যুবককে মারধর করে ধৃত, তার এক বন্ধু ও বন্ধুর ছেলে। এর পর বাকি ২ জনকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে অন্তত ১ জন বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – সোশ্যাল মিডিয়া নিয়ে সতর্ক করেছিলে, সেই স্কুলের প্রধান শিক্ষিকার কাছেই এল ছাত্রীদের নগ্ন ছবি

শুক্রবার সকালে বউবাজারে তফশিলি জাতি ও উপজাতি ছাত্রদের উদয়ন হস্টেলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ১৪ জন আবাসিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ হস্টেলের সামনের ফুটপাথ থেকে ওই যুবককে ভিতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত্যু হয় যুবকের।