Gaganayan: আগামী বছরের শেষেই…..গগনযান নিয়ে বিস্তারিত পরিকল্পনা জানাল ইসরো

ভারতের বহু প্রতীক্ষিত মিশন গগনযানের প্রস্তুতিতে ব্যস্ত ইসরো। গগনযান ছাড়াও আরও তিনটি মিশনের জন্যও গুটি সাজাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি। ইসরো প্রধান এস সোমনাথ নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে এই বছর গগনযান মিশন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। মিশনটি সফল করার জন্য ইসরো, বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ সংস্থার সঙ্গে কাজ করছে।

কী বলেছেন ইসরো প্রধান

ইসরো চেয়ারম্যান ডঃ এস সোমনাথ এনডিটিভিকে বলেছেন, এই বছর আমরা গগনযানকে নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এরই সঙ্গে আমাদের আরও তিনটি গুরুত্বপূর্ণ মিশন নির্ধারিত রয়েছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হল মানবহীন মিশন, যা পৃথিবীর কক্ষপথে যাবে, কক্ষপথে সময় কাটাবে এবং আবার পৃথিবীতে ফিরে আসবে। দ্বিতীয় মিশনটি সরঞ্জাম এবং অ্যালগরিদম পরীক্ষা করার জন্য প্ৰস্তুত করা হয়েছে। আর তৃতীয় মিশনটি একটি পরীক্ষামূলক মিশন হবে। এছাড়াও, ভারতের জাতীয় মহাকাশ সংস্থার হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব মিশন গগনযানও রয়েছে। মিশনের জন্য চারজন নভোচারীকে বেছে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ডক্টর সোমনাথ জানিয়েছ, তাঁদের মধ্যে আপাতত একজনই মহাকাশে যাবেন। তবে সবাইকেই একই ধরনের ট্রেনিং দেওয়া হবে। প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণান এবং শুভাংশু শুক্লা হলেন ভারতীয় বিমান বাহিনীর সেই চারজন পরীক্ষার্থী, যাঁরা গগনযান মিশনের জন্য নির্বাচিত হয়েছেন।

কবে লঞ্চ করবে গগনযান

মিশন লঞ্চের তারিখ সম্পর্কে বলতে গিয়ে, ডঃ সোমনাথ জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী বছরের শেষের দিকেই গগনযানের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট লঞ্চ করা হবে। তবে সবকিছুই নির্ভর করছে আমাদের নিজেদের অগ্রগতির উপর।

আরও পড়ুন: (হিমালয়ে অদ্ভুত জ্যোতি, নাসার শেয়ার করা ছবিতে ছড়াল চাঞ্চল্য)

গগনযান কত দিনের জন্য পাড়ি দেবে মহাকাশে

ডঃ সোমনাথ বলেছেন যে গগনযানের প্রথম ক্রু ফ্লাইটটি মহাকাশে এক দিন থাকবে। ফ্লাইটে বসে মহাকাশচারী পৃথিবীর ১৬টি কক্ষপথ খুঁটিয়ে দেখবেন। পরিবেশগত জীবন সমর্থন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কার্যকরভাবে পরীক্ষা করবেন। এইভাবে এক দিনে যতটা সম্ভব কাজ শেষ করেই, পৃথিবীতে ফিরতে হবে গগনযানকে। আর গগনযানের প্রথম মিশনে, সবকিছু ঠিকঠাক থাকলেই ইসরো পরবর্তী মিশনের দিকে এগিয়ে যাবে বলেও জানিয়েছে।

গগনযানের পরবর্তী মিশন কী হবে

প্রথম ক্রু ফ্লাইটের গগনযানের লঞ্চ সফল হলে, পরবর্তীতে একসঙ্গে ইসরো তিন মহাকাশচারীকে মহাকাশে পাঠাবে ইসরো। সেখানে এক সপ্তাহ থাকার পর আবার ওই তিনজনকে ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। এইভাবেই ভারতকে সেই সমস্ত নির্বাচিত দেশের তালিকায় নিয়ে আসা হবে, যে দেশগুলো এতদিন ধরে সফলভাবে মহাকাশচারীদের মহাকাশে পাঠিয়ে আসছে।