Lottery twist: ভাগ্যের পরিহাস! ৮ কোটি লটারি জিততেই মারা গেলেন স্বামী, ৬১ বছরের মহিলার দুর্ভাগ্যের গল্প

ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন স্বামী। চোখের সামনে প্রায় তছনছ হয়ে যাচ্ছিল দীর্ঘ ৩১ বছরের সংসারটা। কিন্তু নিজের লক্ষ্যে স্থির ছিলেন ৬১ বছরের মহিলা। জিততেই হত তাঁকে। জেদ ধরে জিতেও নিয়েছিলেন লটারি, প্রায় কোটি টাকার। জিতে এসে আনন্দ করে স্বামীকে বলেছিলেন, আমি তোমাকে বলেছিলাম আমি এক মিলিয়ন জিতেই ছাড়ব। কিন্তু এই আনন্দ ছিল ক্ষণস্থায়ী। সারাজীবনের জন্য চোখ বন্ধ করে নিয়েছিলেন স্বামী।

ঘটনাটি ঘটেছিল, পেনসিলভানিয়ার ক্যারন কাউফম্যানের সঙ্গে। টিকিট কেটে এই বিপুল অর্থের লটারি জিতেছেন। কাউফম্যান তাঁর মেয়ে এবং নাতি-নাতনিদের উপস্থিতিতেই এই বিপুল অর্থের চেকটি নিয়েছেন। যে জায়গা থেকে তিনি লটারি কিনেছিলেন, সেই জায়গাতেই এই চেকটি তাঁকে দেওয়া হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, লটারি জেতার পর কারেন কফম্যান তাঁর স্বামীকে বলেছিলেন, আমি তোমাকে বলেছিলাম আমি এক মিলিয়ন জিততে যাচ্ছি। আমি জানি না ও এটা বুঝতে পেরেছিল কি না, কারণ আমি জানতাম যে সময় প্রায় শেষ হয়ে এসেছে।

আউটলেট অনুসারে, পেনসিলভানিয়া লটারির সেলস ম্যানেজার অ্যালেন জিগলার কফম্যানকে এই চেকটি দিয়েছেন। ৬১ বছরের এই মহিলার জয়ে তিনিও খুশি। বলেছেন, পেনসিলভেনিয়ায় এক মিলিয়ন ডলারের এই অফিশিয়াল চেকটি আপনাকে দিতে পেরে আমারও আনন্দ হচ্ছে।

আরও পড়ুন: (Coffee Bad Effects: মারাত্মক বিষক্রিয়া ঘটাতে পারে বিশেষ কফি, আতঙ্কে খাবার বিক্রিই বন্ধ করছে কোম্পানি)

জয়ের টাকা দিয়ে কী করবেন মহিলা

আউটলেট অনুসারে, নিজের একটি ছোট্ট বাকেট লিস্ট প্ৰস্তুত করেছেন মহিলা। জীবনের বাকি সময়টা নাতি নাতনিদের সঙ্গেই আনন্দ করে কাটাবেন ভেবেছেন। তাঁর ইচ্ছে রয়েছে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা। ডিজনিওয়ার্ল্ডও ঘুরতে যেতে চান একবার। তাঁর মনের এই প্রত্যেকটা সুপ্ত ইচ্ছা তিনি পূরণ করবেন বলে জানিয়েছেন। মহিলার কথায়, ‘আমার এবং আমার স্বামীর একটি শখ ছিল, সেটা ওই মাছ ধরা। আমার স্বামী এখন চলে গিয়েছেন। তাই আমার নাতিকে আঁকড়ে ধরেছি। এবার আমরা একসঙ্গে, গভীর সমুদ্রে মাছ ধরতে যাব।

আগেও জিতেছেন

তবে কাউফম্যান যে এই প্রথমবার লটারি জিতেছেন, তা কিন্তু নয়। এর আগেও, তিনি স্ক্র্যাচ-অফ, ট্রিপ এবং অন্যান্য পুরস্কারেও বিপুল অর্থ জিতেছিলেন। সেই অর্থের পরিমাণ ছিল প্রায় ৬৫,০০০ মার্কিন ডলার।