Spoiled dates: নষ্ট হয়ে গিয়েছে ১০ টন খেজুর, ধাপায় ফেলার আর্জি মালিকের, পালটা চিঠি পুরসভার

১ বা ২ টন নয়, নষ্ট হয়ে গিয়েছে ১০ টন খেজুর। বর্তমানে কন্টেনারের মধ্যে রয়েছে নষ্ট হয়ে যাওয়া খেজুরগুলি। কিন্তু, এত পরিমাণ খেজুর কোথায় ফেলা হবে তার কোনও জায়গা পাচ্ছেন না ব্যবসায়ী। এই অবস্থায় ধাপায় যাতে খেজুরগুলি ফেলার ব্যবস্থা করা যায় সেবিষয়ে পুরসভার কাছে কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন ব্যবসায়ী। কিন্তু, এত পরিমাণ খেজুর ধাপায় নিয়ে যাওয়া থেকে শুরু করে ফেলে দেওয়ার পর একাধিক সমস্যা হতে পারে বলেই আশঙ্কা করছেন আধিকারিকরা। এই অবস্থায় পালটা পুরসভার তরফে চিঠি পাঠানো হয়েছে ব্যবসায়ীকে। 

আরও পড়ুন: বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির জন্য পাঁচিল দিয়ে ঘেরা হবে ধাপার জমি

জানা গিয়েছে, কোনওভাবে খেজুরগুলি নষ্ট হয়ে গিয়েছে। সেগুলি এখন কন্টেনার বন্দি রয়েছে। কিন্তু, এভাবেও আর বেশি দিন রাখা সম্ভব নয়। তাছাড়া, পচা খেজুর থাকার ফলে কন্টেনারটিকে অন্য কাজে ব্যবহার করতে পারছেন না মালিক। সেই কারণে এগুলি ধাপায় ফেলার অনুমতি চেয়ে পুরসভার কাছে চিঠি লিখেছেন ব্যবসায়ী। তবে পুরসভা সূত্রে জানা যাচ্ছে, এর আগে প্রচুর চিংড়ি মাছ নষ্ট হয়ে গিয়েছিল। তখন নষ্ট হয়ে যাচ্ছে বলে ফেলে দেওয়া হয়েছিল ধাপায়।  পরে দেখা যায় প্রচুর স্থানীয় মানুষজন ওই সমস্ত চিংড়ি মাছ বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খেয়ে ফেলেছিল। আর তাতেই ঘটেছিল বিপত্তি। সেক্ষেত্রে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন বহু মানুষ। 

সেই ঘটনা থেকে শিক্ষা নেই এবার আর কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না পুরসভা। সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে খেজুর ফেলে দিলে হয়ত স্থানীয় মানুষজন নিয়ে গিয়ে তা খেতে পারেন। তাতে বিপত্তি হতে পারে। তার জন্য পুরসভার আধিকারিকরা মনে করছেন, খেজুরগুলি ধাপারা আবর্জনার স্তূপের একেবারে চূড়ায় ফেলতে হবে, যাতে স্থানীয় মানুষজন তার নাগাল না পায়। শুধু তাই নয়, এর পরেও পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।

তবে এইসব সমস্যা মিটে গেলেও আরও একটি জায়গায় সমস্যা দেখা দিয়েছে। সেটি হল রাস্তার বহন ক্ষমতা নিয়ে। কারণ যে পরিমাণ খেজুরের কথা বলা হচ্ছে ততটা ভারবহন করার ক্ষমতা নেই ধাপার জঞ্জালের স্তূপে যাওয়ার রাস্তার। তার ফলে একবারে এতগুলি বর্জ্য নিয়ে গেলে সেক্ষেত্রে রাস্তা বসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় কন্টেনার মালিকের কাছে পাল্টা চিঠি পাঠিয়েছে পুরসভা। 

সেক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে খেজুর নষ্ট হয়ে যাওয়া খেজুরের পরিমাণ ঠিক কত? তা জানার পর প্রয়োজনে ধাপে ধাপে সেগুলি ফেলার ব্যবস্থা করা হতে পারে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।প্রসঙ্গত, কলকাতায় বর্জ্য ফেলার একমাত্র জায়গা হল ধাপার মাঠ। প্রায় ৬০ একর জমি নিয়ে অবস্থিত এই ধাপার মাঠে প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য ফেলা হয়। সেখানে প্রায় ৪০ লক্ষ টন বর্জ্য মজুত রয়েছে।