Barrackpur: ফুটপাথে মোটর সাইকেল রাখায় ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ TMC কাউন্সিলরের বিরুদ্ধে

লোকসভা ভোটে রাজ্যজুড়ে শহরাঞ্চলে তৃণমূলের ফল হতাশাজনক। তার পরই নবান্নে এক বৈাঠকে জবর দখল হয়ে যাওয়া সরকারি জমি ফেরাতে প্রশাসন ও পুরসভাগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই রাজ্যজুড়ে প্রায় সমস্ত পুর এলাকায় শুরু হয়েছে ভাঙচুর। ভাঙা হচ্ছে বেআইনি দোকান। অবৈধ পার্কিং থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি। এরই মধ্যে ফুটপাথে মোটরসাইকেল রাখায় এক ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরের লালকুঠি এলাকায়। নিগ্রহের প্রতিবাদে ঘোষপাড়া রোড অবরোধ করেন ডেলিভারি বয়েরা। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর।

আরও পড়ুন – বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় বিহার থেকে গ্রেফতার ৩

পড়তে থাকুন – কলকাতায় ফের মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, ৩ জনকে গ্রেফতার করল পুলিশ

 

প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিপণন সংস্থার সামনে ভিড় করে রয়েছেন কয়েকজন। কিছুক্ষণ পর একজন ডেলিভারি বয় সেখানে পৌঁছলে তাঁকে ধাক্কাধাক্কি করা হচ্ছে। সঙ্গে সঙ্গে সেখানে ভিড় করেন আসেপাশে থাকা ডেলিভারি বয়েরা। বারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি, দীর্ঘদিন ধরে ওখানে রাস্তা জ্যাম করে নিজেদের কাজ করে। আমি বারবার ওদের রাস্তা খালি করে রাখতে বলেছি। আজ সামান্য বচসা হয়েছে। কিন্তু মারামারির কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় তারা।

আরও পড়ুন – ভোট পরবর্তী হিংসার নামে ভুয়ো মামলা দায়ের, ১০ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট

ডেলিভারি বয়দের পালটা দাবি, এই এলাকায় পুরসভার কোনও পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে বাধ্য হয়েই পেটের টানে ফুটপাথে মোটর সাইকেল রেখে অর্ডারের অপেক্ষা করতে হয়। শনিবার মোটর সাইকেল সরানোর জন্য কাউন্সিলর এসে হুমকি দিতে থাকেন। এর পর এক ডেলিভারি বয়ের ওপর চড়াও হন তিনি।