এলপিএলে খরুচে মোস্তাফিজ, ব্যাটিংয়ে ব্যর্থ হৃদয়

লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন বাংলাদেশের দুই তারকা তাওহীদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই তারা ব্যস্ত হয়ে পড়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে। সোমবার ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে দুজনকেই একাদশে রেখেছিল ডাম্বুলা সিক্সার্স। কিন্তু ব্যাট ও বল হাতে বিবর্ণ দুজনই।

পাল্লেকেলেতে এলপিএলের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারেই ২৫ রানে চার উইকেট হারায় ডাম্বুলা। এর মধ্যে হৃদয়সহ তিন উইকেট পান দাসুন শানাকা। দ্বিতীয় বলে ১ রান করে এলবিডব্লিউ হন বাংলাদেশের ব্যাটার।

এই ধাক্কা সামলে ডাম্বুলা ঘুরে দাঁড়ায় মার্ক চাপম্যান ও চামিন্দু বিক্রমাসিংহের ১৫৪ রানের অপরাজিত জুটিতে। চাপম্যান ৯১ ও চামিন্দু ৬২ রানে অপরাজিত ছিলেন।

শানাকা চার ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নিয়ে ক্যান্ডির সেরা বোলার।

বড় লক্ষ্যে নেমে ২৬ রানে ২ উইকেট হারায় ক্যান্ডি। চতুর্থ ওভারের প্রথম বলে মোহাম্মদ হারিসকে ফিরিয়ে ডাম্বুলাকে দ্বিতীয় উইকেট এনে দেন মোস্তাফিজ। প্রথম বলেই উইকেট নিয়ে ওই ওভারে রান দেন ৫। তারপর খরুচে বাঁহাতি পেসার। ষষ্ঠ ওভারে দেন ১৬ রান। আর ১৬তম ওভারে বল হাতে নিয়ে ২৩ রান দেন তিনি। মাত্র ৩ ওভার করে ৪৪ রান দিয়ে দলের সর্বোচ্চ ইকোনমি তার। উইকেট নেন ওই একটিই।

দিনেশ চান্ডিমাল ৬৫ রান করে ক্যান্ডিকে শক্ত অবস্থানে রেখে মাঠ ছাড়েন। অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে শানাকা ৭২ রানের অপরাজিত জুটিতে দলকে জেতান। মাত্র ২৬ বলে এই রান করেন দুজনে। ১৫ বলে ৩ চার ও ৫ ছয়ে ৪৬ রান করেন শানাকা, ৩৭ রানে তার সঙ্গে অপরাজিত ছিলেন ম্যাথুজ।

১৭.২ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান করে ক্যান্ডি। ৬ উইকেটের দারুণ জয়ে শুভ সূচনা হলো তাদের।