Ariadaha lynching: বন্ধুদের বচসা থেকে তুলকালাম, আড়িয়াদহে মা – ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মার – mother

লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যে যেন উত্তরোত্তর বেড়েই চলেছে দুষ্কৃতীতাণ্ডব। এবার বেলঘরিয়ার আড়িয়াদহে দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেলেন কলেজ পড়ুয়া মা ও ছেলে। রবিবারের এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ২ জনেই। মঙ্গলবার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন – ইনসাফ দিত ঝড়ের বেগে, পঞ্চায়েত ভোটের মনোনয়নে CPM নেতা খুনে গ্রেফতার হয় তাজমুল

পড়তে থাকুন – মানহানির মামলায় বিপুল টাকা জরিমানা করল আদালত, বিপাকে তৃণমূল সাংসদ সাকেত গোখলে

 

জানা গিয়েছে আহত কলেজ পড়ুয়ার নাম সায়নদীপ পাঁজা। স্থানীয় কয়েকজন সমবয়সী যুবকের সঙ্গে কোনও বিষয়ে বিবাদ চলছিল তার। রবিবার সন্ধ্যায় বাড়ির সামনে বসে ছিল সায়নদীপ। তখনই সেখানে তাঁর ওপর হামলা চালায় ৮ – ১০ জন যুবক। বেধড়ক মারধর করা হতে থাকে সায়নদীপকে। ছেলেকে আক্রান্ত হতে দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন সায়নদীপের মা। তাঁকেও বেপরোয়া ভাবে মারে দুষ্কৃতীরা। মারের চোটে তাঁর দাঁত ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন সমবয়সী যুবকের মধ্যে গোলমালের জেরে বেপাড়া থেকে দুষ্কৃতীদের ডেকে আনে কয়েকজন যুবক। তারাই সায়নদীপ ও তার মাকে মারধর করে। আক্রান্ত যুবকের বাবা জানিয়েছেন, যারা মারধর করেছে তাদের আমি শাস্তি চাই। এভাবে বাড়ির সামনে মারধর করে যাবে এটা মানা যায় না।

স্থানীয় এক মহিলা বলেন, ছেলেকে বাঁচাতে এসেছিলেন বলে ওরা মাকেও বেধড়ক মেরেছে। পাড়ার মধ্যে এরকম ঘটনা কোনও দিন দেখিনি। এগুলো কী হচ্ছে?

আরও পড়ুন – চোপড়া কাণ্ডে মুখরক্ষায় মরিয়া প্রশাসন, থানার আইসিকে শো কজ, পোস্ট করে জানাল পুলিশ

ঘটনায় মঙ্গলবার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। তাতে মারধরের ছবি স্পষ্ট। ঘটনায় আক্রান্ত যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের সনাক্ত করে গ্রেফতার করেছে  বেলঘরিয়া থানার পুলিশ। মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।