Riyan Parag forgets his phone and passport people compare him with Rohit Sharma

নয়াদিল্লি: নিজের ভুলোমনের জন্য ভারতীয় ক্রিকেট মহলে বিখ্যাত রোহিত শর্মা (Rohit Sharma)। অতীতে তাঁর সতীর্থ, স্ত্রীর মুখ থেকে তাঁর জিনিসপত্র ভুলে যাওয়ার না না কাণ্ড শোনা গিয়েছে। এবার ঠিক একই কাজ করলেন রিয়ান পরাগও (Riyan Parag)।

৬ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত বনাম জিম্বাবোয়ের (IND vs ZIM) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। সেই সিরিজ়ে প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন রিয়ান পরাগ। দুরন্ত ঘরোয়া মরশুম এবং অনবদ্য আইপিএলের পরেই একগুচ্ছ সিনিয়ারদের অনুপস্থিতিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সি ক্রিকেটার। জাতীয় দলে ডাক পাওয়া যে কোনও ক্রিকেটারের জন্যই দারুণ গর্ব এবং উৎসাহের বিষয়। তবে সেই উৎসাহের চোটে নিজের পাসপোর্ট, ফোন ভুলেই গেলেন রিয়ান। সম্প্রতি বিসিসিআইয়ের এক ভিডিওতে পরাগকে নিজের মুখেই নিজের ভুলের কথা বলতে শোনা যায়।

তিনি বলেন, ‘আমি এত উৎসাহিত ছিলাম যে আমি পাসপোর্ট ভুলে গিয়েছি। এমনকী ফোনও ভুলে এসেছি। আসলে ভুলিনি, এদিক ওদিক ভুল জায়গায় রেখে এসেছি। এখনও পাইনি সেগুলো।’ এই ঘটনার পরেই রিয়ানের সঙ্গে অনেকে রোহিতের মিল খুঁজে পাচ্ছেন। রোহিত শর্মা, নিজের ফোন, পাসপোর্ট প্রায়শই টিম হোটেলে ফেলে আসেন বলে জানিয়েছেন তাঁর সতীর্থরা। এমনকী তাঁর স্ত্রী রীতিকা এক সাক্ষাৎকারে দাবি করেন যে রোহিত নাকি নিজের বিয়ের আংটিও হারিয়ে ফেলেছিলেন। পরাগের কাণ্ডে তাই রোহিতের সঙ্গে তাঁর ভুলো মনের তুলনা টেনে আনা হচ্ছে।

 

সেই একই ভিডিওতে পরাগ আরও বলেন,  ‘ছোট থেকেই এমন সফরের ইচ্ছা ছিল। আমরা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করি বটে, তবে দলের জার্সি পরে এমন সফর করাটা স্বপ্নের মতো। এই দলটা নতুন। কয়েকজন পুরনো, চেনা মুখের পাশাপাশি অনেক নতুন ক্রিকেটার রয়েছেন। জিম্বাবোয়ের সঙ্গে এক বিশেষ সংযোগ তৈরি হতে চলেছে।’ জাতীয় দলের হয়ে তিনি সফল হতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ‘নভেম্বরের জন্য ধন্যবাদ রোহিত’, বিশ্বজয়ের পরেই ভারতীয় অধিনায়ককে কৃতজ্ঞতা জানালেন দ্রাবিড় 

আরও দেখুন