ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে  যুবকের আত্মহত্যা

বরগুনার আমতলীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে  দোকানের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়া যুবকের আত্মহত্যা। ঘটনাটি  পৌরসভার ৪নং ওয়ার্ড রেডিনিউ মসজিদ সংলগ্ন  এলাকায় ঘটে।

নিহত যুবক  খোকন কাজী (৩০)বরিশাল বিমান বন্দর থানার কাশিপুর ইউনিয়নের লাকুটিয়া গ্রামের ইয়াসিন কাজীর ছেলে। 

পরিবার সূএে জানা যায়,খোকন কাজী( ৩০)পৌরসভার ৪নং ওয়ার্ড রেডিনিউ মসজিদ সংলগ্ন স্টলে চায়ের দোকান দিতেন।দোকানের বিপরীতে রাস্তার পাশে বাক প্রতিবন্ধী ছেলে সিজন( ১৪) এবং স্ত্রী  ডালিয়াকে নিয়ে মিরন মিয়ার বাসায় ভাড়া থাকেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খোকন কাজী তার ফেইসবুক প্রোফাইলে  আবেগঘন স্ট্যাটাস দেয় “সবাই আমাকে মাফ করে দিবেন আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি কিছুক্ষণ পরে আমি আত্মহত্যা করব আমি চারপাশে অনেক ধার দেনা হয়ে গেছি নিজেকে আর  সামাল দিতে পারছি না একটা লোন হওয়ার কথা ছিল সেটাও আজকে হলো না আমি আমার বউয়ের সকল গয়না ঘাটি টাকা পয়সা খরচ করে পথের ভিখারি হয়ে গেছি আমার বউ অথবা পৃথিবীর কারো দোষ নেই আমার এই মৃত্যুর জন্য সকলে আমাকে মাফ করে দেবেন মা-বাবা ভাই-বোন সকলে আমাকে মাফ করে দিবেন”।

যুবকের এই আবেগঘন পোস্ট দেয়ার কিছুক্ষনের মধ্যে জানাজানি হলে স্থানীয় প্রতিবেশিরা খোঁজাখুজি করে স্বজনরা দোকানে শাটার নামিয়ে থাকতে দেখে সন্দেহ হলে দোকানে ঢুকে দোকানের সিলিং ফ্যানের সাথে গলায় রশি প্যাচিয়ে ফাশ দেয়া দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক মৃত্যু ঘোষণা করেন।

মৃতের স্ত্রী ডালিয়া কান্না জড়িত কন্ঠে বলেন,আমার সব শেষ হইয়া গেছে, আমি এখন কি করব, তিনি আরো বলেন,আমার স্বামীর অনেক টাকা দেনা ছিলো, আমার দুই ভরি স্বর্ন বন্ধক রাখা। একটা এনজিও থেকে লোন পাওয়ার কথা ছিলো।এছাড়া আমি আর কিছু জানিনা।

মৃতের চাচাতো ভাই সোহেল বলেন, খবর পেয়ে আমি দ্রুত ছুটে এসে দেখি লাশ নামানো। লোনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,স্থানীয় এক জনসেবা নামক এনজিও থেকে এর আগে আমি জামিন হয়ে ১লাখ টাকা লোন এনে দিয়েছিলাম সেই টাকা কিছুদিন আগে পরিশোধ ও করছে। পরে  আবার লোন দেয়ার কথা বলছে কি না এ ব্যাপারে আমি কিছু জানিনা।

জনসেবা এনজিওর প্রতিনিধি বেল্লাল বলেন,খোকনের আগের লেনদেন ভালো ছিলনা। তাই পূনরায় আর লোন পাশ হয়নি।

আমতলী থানার ওসি (তদন্ত) আমীর হোসেন সেরনিয়াবাত বলেন,সুরতহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  



মুনতাসির/সাএ