বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের সূচি ঘোষণা

পূর্বেই ঘোষণা ছিল ২০২৪ ও ২০২৫ সালে দুইবার পাকিস্তানে গিয়ে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। অবশেষে চলতি বছরে দুই টেস্টের সফর সূচি ঘোষণা করা হয়েছে।  সূত্রের বরাতে পাকিস্তানের দুটি সংবাদমাধ্যম সেই সিরিজের সূচি প্রকাশ করেছে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূচি অনুযায়ী আগামী আগস্টে বাংলাদেশ দলের পাকিস্তান সফর করবে। ১৭ আগস্ট দেশ ছাড়বে টাইগাররা।  এরপর মুলতানে ২১ আগস্ট প্রথম টেস্ট মুখোমুখি হবে দুই দল। এরপর ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। 

আসন্ন এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ। ফলে উভয় দলের জন্যই দীর্ঘ ফরম্যাটের চ্যাম্পিয়নশিপ টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে এই সিরিজ গুরুত্বপূর্ণ। 

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নাকভি জানিয়েছেন, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ চলার কারণে আসন্ন সিরিজের কোনো ম্যাচ ওই ভেন্যুতে হবে না। ফলে মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডি ওই সিরিজের সম্ভাব্য ভেন্যু হতে যাচ্ছে।

এর আগে বাংলাদেশ ও পাকিস্তান ১৩ বার টেস্ট ফরম্যাটে মুখোমুখি হয়েছিল। প্রথমবার দুই দল ২০২১ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে পরস্পরের মোকাবিলা করে। এখন পর্যন্ত হওয়া লাল বলের ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারেনি। ১২টি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং বাকি এক ম্যাচ হয়েছে ড্র।

 



শাকিল/সাএ