Digha Jagannath Mandir: দিঘায় এগোবে জগন্নাথের রথ! জনস্বার্থ মামলা পত্রপাঠ খারিজ করল হাইকোর্ট

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বছর ঘুরে দোরগোড়ায় রথযাত্রা। জয় জগন্নাথ বলে নির্বিঘ্নে এগিয়ে যাবে দিঘার জগন্নাথ মন্দিরের রথ। মন্দির তৈরির কাজ হয়েই এসেছে। যদিও, রথযাত্রার আগে জনস্বার্থ মামলা নিয়ে কিছুটা চিন্তা ছিল। কিন্তু এবার সব চিন্তা শেষ। ধুম ধাম করে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির। জানা গিয়েছে, আগামী ৭ তারিখ এই মন্দিরটি উদ্বোধন করা হতে পারে। এ ক্ষেত্রে আদালতের কোনও আপত্তি থাকবে না।

মামলা খারিজ করে কী জানিয়েছে হাইকোর্ট

বৃহস্পতিবার, মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে উঠেছিল। মামলা দায়ের করে অভিযোগ করা হয়েছিল, শুধুমাত্র রাজারহাটের উন্নয়নের কাজেই সীমাবদ্ধ হিডকো। এর বাইরে আর কোনও কাজ করতে পারে না। অন্য কোনও জায়গার অন্য কোনও পরিকাঠামোর বানানোর কাজে হাত লাগাতে পারে না। কিন্তু এই অভিযোগের কোনও ভিত্তি খুঁজে পায়নি হাইকোর্ট। মামলাটি খারিজ করে প্রধান বিচারপতি এদিন জানিয়েছেন, ‘রাজ্যের বিভিন্ন বিভাগ বিভিন্ন কাজ করতেই পারে। এতে কী ভুল রয়েছে? পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত রাজ্যের। তারা যে কোনও বিভাগকে দায়িত্ব দিতে পারে। এক্ষেত্রে কোনও সমস্যা নেই।’

আরও পড়ুন: (Mukul Roy health update: ভেন্টিলেশনেই রাখা হয়েছে মুকুলকে, মাথায় রক্ত জমাট বেঁধে থাকায় উদ্বেগ)

পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘাতে তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির। মন্দিরটি তৈরি হলে দিঘার জনপ্রিয়তা আরও বেড়ে যাওয়ার আশায় ২০১৮ সালে অনন্য উদ্যোগ নিয়েছিল রাজ্য। একই বছরে, মন্দিরটি তৈরির ঘোষণা করা হয়েছিল। পরের বছর কোভিড এসে যাওয়ার, আরও বিভিন্ন কারণে স্থগিত হয়েছিল কাজ। এরপর ২০১৮ সাল থেকে ঠিক চার বছর পর ২০২২ সালের অক্ষয় তৃতীয়ায় প্রথম ইঁট পড়েছিল দিঘার জগন্নাথ মন্দিরের। এখনও নির্মিয়মাণ পর্যায়েই রয়েছে মন্দিরটি। তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

সব বাধা বিপত্তি কাটিয এগোবে প্রভুর রথ। ওল্ড দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের এই নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির অর্থাৎ ওল্ড দিঘার সমুদ্র সৈকতের কাছে যে জগন্নাথ মন্দির রয়েছে, সেই স্থান পর্যন্ত রওনা দেবে রথ। এখন থেকেই জগন্নাথ দেবের মন্দিরের সামনে ভিড় জমাচ্ছেন ভক্তরা। দিঘা পর্যটন শিল্পে আরও উন্নতি নিয়ে আশার আলো দেখছে রাজ্য।

প্রসঙ্গত, পুরীর আদলে তৈরি হওয়া এই ৬৫ মিটার উঁচু মন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার মূর্তি থাকবে। তিনি বলেছিলেন যে দিঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি (ডিএসডিএ) নির্মাণ শেষ হলে মন্দিরটি রক্ষণাবেক্ষণ করবে। সমুদ্র সৈকতের কাছে ২০ একর জমির উপর মন্দিরটি ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত হচ্ছে। রাজস্থান থেকে আনা লাল বেলেপাথর দিয়ে তৈরি হচ্ছে মন্দির। একটি ফোয়ারা এবং লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা করা হবে বলেও জানা গিয়েছে।