Rath Yatra greetings: রথযাত্রার পূণ্য তিথিতে প্রিয় মানুষকে পাঠান শুভেচ্ছা বার্তা, জানুন কী কী লিখবেন

প্রতিবছর আষাঢ় মাসের শুক্ল পক্ষ তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা। চলতি বছর ৭ জুলাই অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হবে এই পবিত্র উৎসব। উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে এই উৎসবটি ভীষণ ধুমধাম করে পালন করা হয়। যদিও পুরী ছাড়াও ভারতবর্ষের বহু জায়গায় পালন করা হয় রথযাত্রা। ভারতের পাশাপাশি বিদেশেও এই উৎসবটি পালন করেন ভক্তরা।

বর্তমানে জন্মদিনে হোক অথবা নববর্ষের শুভেচ্ছা, সবকিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানানো হয়। তেমন একটি দিন হল রথ যাত্রার দিন। আপনি যদি এই শুভ দিনে আপনার প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে চান তাহলে আজ আপনাদের জন্য রইল বেশ কিছু শুভেচ্ছা বার্তা। এই শুভেচ্ছা বার্তা গুলির মধ্যে থেকে আপনি বেছে নিতে পারেন আপনার প্রিয় শুভেচ্ছা বার্তা।

১) হে প্রভু, এই জগন্নাথ, সকলকে সুখে রেখো, আনন্দে রেখো। রথ যাত্রার পবিত্র দিনে সকলকে জানাই শুভ রথযাত্রা।

২) রথ যাত্রার এই পবিত্র দিন সকলের জন্য নিয়ে আসুক সুখ এবং প্রাচুর্য, সকলকে জানাই রথযাত্রার পবিত্র শুভেচ্ছা।

(আরও পড়ুন: সবকিছু থেকে ‘বিচ্ছিন্ন’ বোধ করছেন?এটি কী একটি মানসিক রোগ? কী বলছে গবেষণা)

৩) ভগবান জগন্নাথ আপনার মনের সমস্ত বাসনা পূরণ করুন, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হোক। আপনাকে জানাই শুভ রথযাত্রা।

৪) রথযাত্রার দিন পালন হয় ছোট ছোট শিশুদের রথ টানার মাধ্যমে, এই দিনটি আপনার জন্য নিয়ে আসুক হাজার হাজার আনন্দ। আপনাকে জানাই শুভ রথযাত্রা।

৫) রথযাত্রার এই পবিত্র দিনে প্রভু জগন্নাথ নিজের আসন ছেড়ে স্বয়ং আসেন সকলের মাঝে, এই পবিত্র দিনটি সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন। আপনাকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।

৬) সব সময় সত্যের পথে হাঁটার চেষ্টা করুন, ঈশ্বর আপনার সঙ্গে থাকবে। রথযাত্রার পবিত্র দিনে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

(আরও পড়ুন: রানি রঙের লেহেঙ্গায় যেন ভারতীয় রাজকুমারী, দেখুন সুন্দরী রাধিকা মার্চেন্টকে)

৭) আপনার জীবন যেন কখনও কণ্টক পূর্ণ না হয়, আপনাকে জানাই রথ যাত্রার অনেক অনেক শুভেচ্ছা।

৮) রথ যাত্রার পবিত্র দিনে আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে সুখে দিন কাটান, এই কামনার মাধ্যমেই আপনাকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।