Sourav Ganguly’s Factory: ফিল্ম সিটির জমিতে হতে পারে সৌরভের ইস্পাত কারখানা, অনেক চাকরির সুযোগ! শালবনি আগেই বাতিল

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত ইস্পাত কারখানা ঠিক কোথায় হবে তা নিয়ে নানা চর্চা বাংলা জুড়ে। তবে সূত্রের খবর, শালবনি কিংবা গড়বেতা নয়, সৌরভ গঙ্গোপাধ্য়ায়দের প্রস্তাবিত ইস্পাত কারখানা হতে চলেছে চন্দ্রকোণা রোডের ডুকিতে। জায়গাটি গড়বেতা ৩ ব্লকের মধ্য়ে পড়ে। আর সেই কারখানা তৈরির কাজ শুরু হতে আর বেশি দেরি নেই। সূত্রের খবর। 

গত বছর স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে বাণিজ্য সম্মেলনের মঞ্চে সৌরভ ঘোষণা করেছিলেন শালবনিতে ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে। সেই মতো আশায় বুক বেঁধেছিলেন শালবনির বাসিন্দারা। এদিকে কবে কারখানার কাজ শুরু হবে তা নিয়ে নানা জল্পনা চলতে থাকে এলাকায়। কার্যত অধীর আগ্রহে মহারাজের শিল্পের জন্য় অপেক্ষা করছিল শালবনি। কিন্তু মাস খানেক আগে সৌরভ  জানিয়ে দেন শালবনিতে নয়, কারখানা গড়বেতায়। 

শালবনি ছেড়ে কেন গড়বেতার কথা বলা হয়েছিল? 

বিভিন্ন মহলের ধারণা শালবনিতে জমি পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিল। কারণ সেখানে যে জমির কথা বলা হয়েছিল তা জিন্দালদের হাতেই রয়েছে। এরপরই নতুন জায়গায় জমি দেখার কাজ শুরু হয়। এবার জানা যাচ্ছে যে শালবনি কিংবা গড়বেতায় নয়, সৌরভদের শিল্প কারখানা হতে পারে চন্দ্রকোণা রোডের ডুকিতে। এদিকে এই জায়গায় এক সময় ফিল্ম সিটির উদ্বোধন করেছিলেন শাহরুখ খান। কিন্তু সেসব হয়নি। এবার সেখানেই সৌরভদের কারখানা হতে পারে। মাস দুয়েকে মধ্য়েই সেই কাজ শুরু হতে পারে। 

বিভিন্ন মহলের ধারণা,  কারখানা পুরোপুরি তৈরি হতে অন্তত দেড় থেকে দু বছর সময় লাগতে পারে। সব মিলিয়ে ৩০০০ কোটি টাকা বিনিয়োগ হতে পারে। তবে জেলা প্রশাসন বা ভূমি দফতরের তরফে এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি। 

এদিকে জেলার শিল্প মহল নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছে। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড  ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু জানিয়েছেন, ডুকিতে কারখানা হবে বলে জেনেছি। শালবনিতে বড় ইস্পাত কারখানা হওয়ার কথা ছিল। সেটা হয়নি। পাশে চন্দ্রকোণা রোডের ডুকিতে কারখানা তৈরি হলে ভালোই হবে। বিপুল কর্মসংস্থান হতে পারে। 

বাস্তবিকই কারখানা মানেই কর্মসংস্থান। কারখানা মানেই একাধিক অনুসারি শিল্প। এলাকার ছবিটাই বদলে যাবে। ডুকিতেও ইস্পাত কারখানা হলে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন।