IND vs ZIM Indian cricketer Riyan Parag heavily criticized in social media after failure against Zimbabwe in debut match at Harare

হারারে: ক্রিজে তাঁর আয়ু ছিল মাত্র ৩ বল। করেছেন ২ রান। তেন্ডাই চাতারার বলে পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতে নামা মাভুতার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রবল ধিক্কার হজম করতে হচ্ছে রিয়ান পরাগকে (Riyan Parag)। অভিষেক ম্যাচে অসমের তরুণের করুণ অভিজ্ঞতা হল। দুর্বল জ়িম্বাবোয়ের (IND vs ZIM) বিরুদ্ধে ১৩ রানে ম্যাচ হারতে হয়েছে ভারতকে। টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার এক সপ্তাহের মধ্যে সেই ফর্ম্যাটেই হারতে হয়েছে এমন একটা দলের বিরুদ্ধে, যারা টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি।

তারপর থেকেই রিয়ানের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে।

শুনলে অনেকে অবাক হতে পারেন। বলা হতে পারে, অভিষেক ম্যাচে খেলতে নেমে চাপের মুখে ব্যর্থ হওয়ায় কী আর এমন অপরাধ করেছেন রিয়ান! এদিন একসঙ্গে তিন তরুণের ভারতীয় দলের জার্সিতে অভিষেক হল। রিয়ান ছাড়া বাকি দুজন হলেন অভিষেক শর্মা ও ধ্রুব জুরেল। এঁদের মধ্যে অভিষেক ইনিংস ওপেন করতে নেমে ০ করে ফিরেছেন। ১৪ বলে ৬ রান করেছেন ধ্রুব। প্রশ্ন উঠতে পারে, তিন তরুণই ব্য়র্থ হলেও শুধু রিয়ানকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে কেন!

উত্তরটা লুকিয়ে রয়েছে কিছুদিন আগে অসমের ক্রিকেটারের করা এক মন্তব্যে। গত আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন রিয়ান। রাজস্থান রয়্যালসের জার্সিতে ব্যাট হাতে প্রায় প্রত্যেক ম্যাচে রান করছিলেন। অনেকে ধরেই নিয়েছিলেন যে, টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পাবেন রিয়ান। তবে শিকে ছেঁড়েনি রিয়ানের। ডাক পাননি বিশ্বকাপের দলে। 

তারপরই বিরক্তি প্রকাশ করেছিলেন রিয়ান। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট কারা? রিয়ান বলেছিলেন, ‘আমি খেলা দেখব না। আমি খেললে এসব নিয়ে ভাবতাম।’ যে কারণে এস শ্রীসন্থ পর্যন্ত কড়া সমালোচনা করেছিলেন রিয়ানের।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের মুখে রিয়ান। অনেকেই তাঁর মনোভাব আর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। লিখেছেন, আগে খেলো। পারফর্ম করো। তারপর বড় বড় কথা বলবে। কেউ কেউ লিখেছেন, বিশ্বকাপের দলে সুযোগ পাওনি বলে রোহিত, কোহলিদের খেলা দেখবে না! জাতীয় দলকে সমর্থন করবে না! শিখবে কোথা থেকে? অনেকেই রিয়ানকে মাটিতে পা রেখে চলার পরামর্শ দিয়েছেন। বলেছেন, সুযোগ কাজে লাগাও। মুখ নয়, কথা বলুক তোমার ব্যাট।

আরও পড়ুন: কোপা আমেরিকার সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল

আরও দেখুন