ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট ক্যাপ পাচ্ছেন অ্যাটকিনসন-স্মিথ

সারের দুই ক্রিকেটার গুস অ্যাটকিনসন ও জেমি স্মিথকে একাদশে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। বুধবার প্রথমবার টেস্ট ক্যাপ পরতে যাচ্ছেন তারা।

লর্ডস টেস্টের একাদশে ফিরেছেন ক্রিস ওকস। গত মৌসুমের অ্যাশেজে সিরিজ সেরা খেলোয়াড় হওয়ার পর প্রথমবার টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। চলতি বছরের শুরুতে ভারতে তিন টেস্টের পর দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে অফস্পিনার শোয়েব বশিরের।

ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে ১২ ম্যাচ খেলা অ্যাটকিনসন ভারত সফরে গেলেও তাকে খেলানো হয়নি। ২০২৩ এর গ্রীষ্মে দারুণ পারফর্ম করে ওয়ানডে বিশ্বকাপের দলে ছিলেন। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাননি। কাউন্টি চ্রাম্পিয়নশিপে সারের হয়ে ২৯.৭৮ ইকোনমি রেটে ১৪ উইকেট নিয়েছেন তিনি। 

বেন ফোকস ও জনি বেয়ারস্টোকে ছাড়াই পথ চলতে শুরু করেছে ইংল্যান্ড। গ্লাভস উঠবে স্মিথের হাতে। সব ফরম্যাট মিলিয়ে দারুণ ফর্মে ২৩ বছর বয়সী ক্রিকেটার। এই মৌসুমে দ্বিতীয় প্রথম শ্রেণির সেঞ্চুরি করে প্রথমবার টেস্ট দলে তিনি। ৫৬.৪১ গড় ও ৭৬.৬৭ স্ট্রাইক রেটে ৬৭৭ রান করে চ্যাম্পিয়নশিপে তিনি সারের সর্বোচ্চ স্কোরার। গত মৌসুমের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেন। হ্যারি ব্রুককে পাঁচে ফিরিয়ে তাকে খেলানো হবে সাত নম্বরে। এই দুজনের মাঝে ছয় নম্বরে ব্যাট করবেন বেন স্টোকস। 

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গুস অ্যাটকিনসন, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন।