বিএনপি মিডিয়া সেলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিএনপির মিডিয়া সেল। সোমবার (৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সেলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় সদস্যরা মতবিনিময় করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্বাবধানে পরিচালিত এই সেলের আহ্বায়ক হিসেবে আছেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

২০২২ সালের ২০ জুন মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা এক বিবৃতিতে মিডিয়া সেল গঠনের কথা জানায় বিএনপি। দলের নেতা জহির উদ্দিন স্বপনকে আহ্বায়ক ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে সদস্য সচিব করা হয়। এই সেলের অন্যান্য সদস্য হিসেবে রাখা হয়—শাম্মী আক্তার, ড. মোর্শেদ হাসান খান, রুমিন ফারহানা, কাদের গণি চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আলী মাহমুদ, আতিকুর রহমান রুমন ও শায়রুল কবির খানকে। পরে আরও কয়েকজনকে যুক্ত করা হয় সেলে।

বর্তমানে ১৬ জনের সেলটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, ব্যারিস্টার আবু সায়েম, ডা: মোস্তফা আজীজ সুমন, মাহমুদা হাবীবা ও ফারজানা শারমিন পুতুল। উল্লেখ্য, এ বছর আহ্বায়ক হিসেবে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দায়িত্ব দেন তারেক রহমান।

বিএনপির এই সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিষ্ঠাকাল থেকেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের সরাসরি পৃষ্ঠপোষকতা, নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বিএনপি মিডিয়া সেল। দেশ-বিদেশের সকল গণমাধ্যম ও সাধারণ জনগণের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সহজবোধ্য, আকর্ষণীয় ও গঠনমূলক প্রচারণা করছে। ‘গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনের স্বপক্ষে জনমত গঠনে ভূমিকা, দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচির সরাসরি সম্প্রচার, জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ ও তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচির যৌক্তিকতাসহ ব্যাপক প্রচারণা, বিশ্লেষণের কাজটিও সেলের মাধ্যমে করা হয়’ বলে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনে সরবরাহের উদ্দেশ্যে ডিজিটাল আর্কাইভ তৈরি, বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক তথ্যাদির হালনাগাদ সংরক্ষণ, সকল প্রচারপত্র, পুস্তিকা, গবেষণা কর্ম, দেশি-বিদেশি প্রচারমাধ্যমে প্রকাশিত সংবাদ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিবর্তমান সকল ঘটনা ও প্রতিক্রিয়ার ডায়নামিক ডিজিটাল সংরক্ষণ, ভবিষ্যত কর্ম পরিকল্পনা প্রণয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার লাগসই প্রয়োগের মাধ্যমে দলীয় হাই কমান্ডের ব্যবহার উপযোগী ডায়নামিক ডিজিটাল তথ্য ভাণ্ডার সৃষ্টির কাজও করছে সেল।

শায়রুল কবির উল্লেখ করেন, বৈঠক শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলের সহযোগিতা, সহমর্মিতা, ও দোয়া কামনা করেন।