Cause of breast cancer: একের অধিক সন্তান হলে কি বেড়ে যেতে পারে স্তন ক্যানসারের ঝুঁকি? কী বলছেন চিকিৎসক

বর্তমানে মহিলাদের শরীরের ক্যানসারের প্রবণতা সব থেকে বেশি লক্ষ্য করা যায়। বিশেষ করে, ওভারিয়ান ক্যানসার এবং স্তন ক্যানসারের সমস্যা বেশি দেখা যায় নারীদের মধ্যে। ওজন বৃদ্ধি, অ্যালকোহল সেবন এবং নিয়মিত ব্যায়ামের অভাবের পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে, যার ফলে হতে পারে স্তন ক্যানসার। স্তন ক্যানসারের অন্যতম বড় কারণ হলো একের অধিক সন্তান নেওয়া।

সম্প্রতি ডক্টর রিতিকা হারজনি হিন্দুজা এই প্রসঙ্গে বলেন, ‘জননজনিত কারণ যেটি ডিম্বাশয়ের হরমোনের সময়কালকে বাড়ায় এবং কোষের বৃদ্ধিকে উদ্দীপিত করে। অনেক সময় ঋতুস্রাব দেরিতে শুরু হলে অথবা মেনোপজের সমস্যা হলে স্তন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।’

(আরও পড়ুন: জগন্নাথ দেবকে খিচুড়ি দেওয়া হয় কেন? রান্নাঘরের রহস্যটা জানেন)

বুকের দুধ না খাওয়ালে হতে পারে সমস্যা 

অনেকেই আছেন, যারা সন্তান প্রসব করার পর বুকের দুধ পান করার না সন্তানকে। সন্তানকে বুকের দুধ পান না করালে হরমোনের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় এবং স্তন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। স্তনের দুধ পান করালে শরীরের স্তন কোষগুলির ওপর প্রভাব পড়ে না, ফলে স্তন ক্যানসারের সমস্যা তৈরি হয় না।

অল্প বয়সী মা সুস্থ থাকেন বেশি 

 

যে সমস্ত মহিলারা অল্প বয়সে সন্তান নিয়ে নেন, তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি একেবারেই থাকে না। তবে যারা দেরিতে গর্ভধারণ করে অথবা যারা কখনওই গর্ভধারণ করেন না, তাঁদের ক্ষেত্রে স্তন ক্যানসারের ঝুঁকি থেকে যায় অনেকটাই।

(আরও পড়ুন: জগন্নাথের রথের দিকে কলা ছোঁড়েন ভক্তরা! মাহেশের রথযাত্রার কলার ইতিহাসও অনন্য)

গর্ভাবস্থায় হতে হবে সাবধান 

 

গর্ভাবস্থায় স্তনের কোষ দ্রুত বৃদ্ধি পায়। তাই গর্ভাবস্থায় স্তনের কোষে যদি কোনও ধরনের জেনেটিক ক্ষতি হয়ে থাকে, তাহলে তা পরবর্তীকালে বড় আকার ধারণ করতে পারে। তাই গর্ভাবস্থায় সুস্থ এবং সাবধানে থাকাই বাঞ্ছনীয়।

একাধিক সন্তানের জন্ম বাড়াতে পারে সমস্যা 

 

একাধিক সন্তানের জন্ম কিন্তু কখনও কখনও স্তন ক্যানসারের কারণ হতে পারে। একাধিক সন্তানের জন্ম দিলে স্তনের নেতিবাচক কোষ অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে যায়, ফলে স্তন ক্যানসার দেখা দিতে পারে। তবে একাধিকবার সন্তান নিলেই যে স্তন ক্যানসার হবেই, এর কোনও মানে নেই।