James Anderson: ''ইংল্যান্ডের ক্রিকেটের সর্বকালের সেরা বোলার", সতীর্থ অ্যান্ডারসনকে বিদায় শুভেচ্ছা ব্রডের

<p style="text-align: justify;"><strong>লন্ডন:</strong> আগামী ১০ জুলাই থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। সেই ম্য়াচ জেমন অ্য়ান্ডারসনের শেষ আন্তর্জাতিক ম্য়াচ হতে চলেছে। টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াট থেকে আগে থেকেই খেলছেন না অ্যান্ডারসন। শুধু টেস্টেই খেলতে দেখা যায় এই ইংরেজ পেসারকে। আগামী ১০ তারিখ থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম ম্য়াচেই শেষবার ইংল্যান্ডের জার্সিতে সাদা পোশাকে খেলতে দেখা যাবে অ্য়ান্ডারসনকে। এবার অ্যান্ডারসনকে শুভেচ্ছা বিদায় বেলায় শুভেচ্ছা জানালেন তাঁর একসময়ের সতীর্থ স্টুয়ার্ট ব্রড।</p>
<p style="text-align: justify;">টেস্টের আঙিনায় এখনও পর্যন্ত ১৮৭ টেস্টে ৭০০ উইকেট ঝুলিতে পুরেছেন অ্যান্ডারসন। এই মুহূর্তে বিশ্বক্রিকেটে সর্বাধিক উইকেট প্রাপকের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ড পেসার। প্রয়াত শেন ওয়ার্ন দ্বিতীয় স্থানে ৭০৮ উইকেট নিয়ে আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অ্যান্ডারসনের সামনে সুযোগ থাকছে ওয়ার্নকে টপকে যাওয়ার। অ্যান্ডারসনের ১৮৭ টেস্টের মধ্যে ১৩৮টি টেস্টে দুজনে একসঙ্গে খেলেছেন। ব্রড বলছেন, ”জিমি নিজের রান আপটা ভীষণ ভালবাসে। ওঁ দারুণভাবে স্যুইং করতে পারে। ইনস্যুইং, আউটস্যুইং সবকিছুতেই দুর্দান্ত ও।”</p>
<p style="text-align: justify;">ব্রড আরও বলেন, ”ওঁর বয়স ৪২। একজন অসাধারণ শিল্পী অ্যান্ডারসন। নইলে এত বয়সে এসে কেউ খেলবে কেন? ওঁ এতটাই নিঁখুত ছিল যে তাঁর বোলিংয়ের মাধ্যমে সেই শিল্পের ছোঁয়া দেখতে পাওয়া যেত। রিভার্স স্যুইংয়ের জন্য অ্যান্ডারসন খুব বেশি প্রশংসা অর্জন করতে পারেনি। কিন্তু ওঁ ভারতের মাটিতে রিভার্স স্যুইংয়েই সাফল্যে পেয়েছিল বেশি। আমার মনে ডেল স্টেন অসম্ভভ দ্রুত গতির বোলার। দারুণ পেসার। কিন্তু রিভার্স স্যুইংয়ে অ্য়ান্ডারসন সেরা সবার থেকে। প্রতিদিন শেখার ইচ্ছে থাকে। প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে ওঁ। আর তার জন্যই লর্ডসে আগামী ১০ জুলাই ইংল্য়ান্ডের সর্বকালের সেরা পেসার হিসেবে মাঠে নামতে চলেছেন অ্য়ান্ডারসন।"</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, টেস্টে ৭০০ উইকেটের মালিক অ্য়ান্ডারসন। বিশ্বের একমাত্র পেসার হিসেবে সাতশো বা তার বেশি উইকেট ঝুলিতে পুরেছেন এই ডানহাতি পেসার। টেস্টে মুরলিথরণ সর্বাধিক উইকেট শিকারি। তাঁর ঝুলিতে ৮০০ উইকেট। দ্বিতীয় স্থানে থাকা ওয়ার্নের ঝুলিতে ৭০৮ উইকেট। আর ৯ উইকেট লর্ডসে দুই ইনিংস মিলিয়ে পেলেই দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি হয়ে যাবেন অ্য়ান্ডারসন। ৪২ রানের বিনিময়ে এক ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন, যা অ্য়ান্ডারসনের সেরা বোলিং ফিগার। মাত্র ২.৭৯ ইকনমি রেটে বোলিং করেছেন তিনি।</p>